দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলেন । সঙ্গে জালের দেখা পেলেন পাওলো দিবালা। দুই সতীর্থের গোলে সিরি আ-তে সাম্পদোরিয়াকে হারাল জুভেন্টাস।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। এই ম্যাচের মাধ্যমে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন সিআর সেভেন।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল জুভেন্টাস। ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন দিবালা। আলেক্স সান্দ্রোর পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে গোল আদায় করে নেন আর্জেন্টাইন তারকা। চলতি আসরে এটি তাঁর পঞ্চম গোল।
অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। ম্যাচের ৩৫তম মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে সমতায় ফেরে সাম্পদোরিয়া। ইতালিয়ান ফরোয়ার্ড জানলুকা কাপরারির গোলে সমতা টানে তারা।
এরপর ৪৫তম মিনিটে জুভেন্টাসকে রক্ষা করলেন রোনালদো। বাঁ দিক থেকে সান্দ্রোর দূরের পোস্টে বাড়ানো ক্রস অনেকখানি লাফিয়ে হেডে প্রতিপক্ষের জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। চলতি আসরে পর্তুগিজ তারকার দশম গোল এটি। আর ক্লাবটির হয়ে সব লিগ মিলিয়ে ১২তম গোল। শেষের দিকে আর কোনো গোল না এলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আসরে এ নিয়ে ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে জুভেন্টাস। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। ১৫ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছে সাম্পদোরিয়া।
আরও খবরঃ সর্বশেষ খেলার খবর, ক্রিস্টিয়ানো রোনালদো ও পাবলো দিবালা
Tag: Latest football news, latest news football