আন্তর্জাতিক

ভারতে বছরের প্রথম দিন ৬৭ হাজার ৩৮৫ শিশুর জন্ম

প্রতি বছরই ইংরেজি নতুন বছরের শুরুর দিন সারা বিশ্বে জন্ম নেওয়া শিশুদের তালিকা তৈরি করে ইউনিসেফ। এ বছর আবার নতুন দশকে পদার্পণ করল বিশ্ব। সেই দিক থেকে নয়া দশকের প্রথম সন্তানদের স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোরে বলেন, ‘‘নতুন বছর ও নয়া শতকের সূচনা শুধু আমাদের ভবিষ্যতের প্রত্যাশার দিকে নজর দেওয়ার সুযোগ নয়, আমাদের নয়া প্রজন্মের ভবিষ্যৎও বটে। ক্যালেন্ডারের পাতা উল্টে যেই জানুয়ারি হয়ে যায়, ওই দিন জন্ম নেওয়া প্রতিটি শিশুকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হই।’’

ইউনিসেফের প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২০ সালের পয়লা জানুয়ারি সারা বিশ্বে মোট তিন লক্ষ ৯২ হাজার ৭৮টি শিশুর জন্ম হয়েছে। তার মধ্যে ভারতে নবজাতকের সংখ্যা ৬৭ হাজার ৩৮৫। দ্বিতীয় স্থানে থাকা চিনে এই সংখ্যা ৪৬,২৯৯। ভারত, চিনের পর তালিকায় ক্রমান্বয়ে রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমেরিকা, কঙ্গো, ইথিওপিয়ার মতো দেশ। উল্লেখযোগ্য ভাবে মোট জন্ম নেওয়া শিশুদের মধ্যে অর্ধেক শিশুরই জন্ম হয়েছে এই আটটি দেশে

২০২০ সালের প্রথম দিন, গতকাল বুধবার বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক শিশু জন্মগ্রহণ করেছে। গতকাল ১ জানুয়ারি ভারতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৬৭ হাজার ৩৮৫টি। যেখানে চীনে সে সংখ্যা ৪৬ হাজার ২৯৯টি।

জানা গেছে, বছরের প্রথম দিনে বিশ্বে জন্ম নেওয়া মোট শিশুর ১৭ শতাংশই জন্মেছে ভারতে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এর পর রয়েছে নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কঙ্গো, ইথিওপিয়া ও পাকিস্তান।

জনসংখ্যার নিরিখে বিশ্বে ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু যে হারে ভারতে জনসংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে বদলে যেতে পারে এই চিত্র। ভারতে বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে ভারত আগামী সাত বছরের মধ্যে চীনকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে আসতে পারে।

এদিকে ভারতের অর্থনৈতিক অবস্থার যে হাল, তাতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটিতে তৈরি হচ্ছে দরিদ্রতা ও বেকারত্ব সমস্যা। প্রয়োজন জন্মনিয়ন্ত্রণের, অথচ ক্রমেই জনবিস্ফোরণের দিকে এগোচ্ছে ভারত।

 

আরও খবর পেতেঃ  বিবিধউন্নয়নের প্রধান বাধা জনসংখ্যা

Tag: Latest Indian news , Latest Indian news today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Back to top button