খুসখুসে কাশি, অস্ত্রপচারের পর গলা থেকে বের হলো জ্যান্ত জোঁক!
Latest Bd News 24:
খুসখুসে কাশি নিয়ে দুই মাস ধরে ভুগছিলেন এক ব্যক্তি। একাধিকবার ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছিল না। অবশেষে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে সিটি স্ক্যান করার পর রিপোর্ট দেখে চিকিৎসকদের চক্ষু ছানাবড়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, চীনের ফুজিয়ান প্রদেশের উইপিং এলাকার ঘটনা। খুসখুসে কাশি নিয়ে উইপিং কাউন্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন এক ব্যক্তি।
রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক ওই ব্যক্তিকে সিটি স্ক্যান করতে বলেন। পরীক্ষা করা হয় ফুসফুস ও শ্বাস-প্রশ্বাস যন্ত্রের। তারপরই ধরা পড়ে আসল সমস্যা। নাকের ভিতর ও গলায় দুটি জ্যান্ত জোঁক বসে রয়েছে গত দুই মাস ধরে।
প্রতিবেদনে বলা হয়, জোঁক দুটির মধ্যে একটির দৈর্ঘ্য প্রায় তিন সেন্টিমিটার (১.২ ইঞ্চি)। জোঁক দুটি বের করার আগে রোগীকে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। তারপর বের করে আনা হয় জোঁক দুটি।
কিন্তু কীভাবে নাকের ভিতর দিয়ে গলায় পৌঁছে গেলে জোঁক দুটি? সে প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেনি চিকিৎসক বা রোগী কেউই। রোগী একেবারেই কিছু বুঝতে পারেননি বলে উল্লেখ রয়েছে ওই প্রতিবেদনে।
তবে আশঙ্কার করা হচ্ছে, পাহাড়ি ঝর্ণা থেকে পানি পান করার সময় জোঁক দুটি নাকের ভিতর ঢুকে যায়। তখন ছোট থাকার কারণে বোঝা যায়নি। পরে রক্ত খেয়ে খেয়ে বড় হতে থকে জোঁক দুটি।
আরও দেখুনঃ হেলথ টিপস প্রতিদিন, মজার সব ভ্রমন কাহিনী
Tag: Latest News 24 bd