Latest Sports News: আনুগত্য বোনাস পেতে সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আবারো আদালতে মামলা ঠুকেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে চলে যাওয়ায় চুক্তি অনুযায়ী বোনাসটি তাকে দেয়নি বার্সা। সেই অর্থ পেতে ফের ক্লাবটির বিরুদ্ধে মামলা করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
খেলাধুলা বিষয়ক জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো জানিয়েছে, এবারের মামলায় বার্সেলোনার কাছে ৩.৫ মিলিয়ন ইউরো চাচ্ছেন নেইমার। গেল দলবদল মৌসুমে তার কাতালানদের ডেরায় ফেরা নিয়ে বেশ জল ঘোলা হয়। মাস ছয়েক না ঘুরতেই তাদের বিরুদ্ধে মামলা করলেন তিনি। যদিও এর তদন্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
ফলে ধারণা করা হচ্ছে, বার্সায় নেইমারের ফেরার পথে বড়ো একটা বাধার সৃষ্টি হলো।তাদের বিপক্ষে এটিই তার একমাত্র দাবি নয়। চুক্তির ধারা অনুযায়ী, ১ লাখ ইউরো সমান অর্থের আরেকটি বোনাস পেতে ক্লাবটির বিপক্ষে আইনি লড়াই লড়ছেন তিনি। অবশ্য ইতিমধ্যে চাউর হয়েছে, বার্সায় ফিরলে সব ধরনের মামলা তুলে নেবেন তিনি।
তবে স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’কে নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র জানিয়েছেন, এবারের মামলাটি আগের মামলারই অংশ। তিনি আরও আশা প্রকাশ করেছেন, সবকিছুর সুরাহা বন্ধুত্বপূর্ণভাবে হবে, ‘যখন সে বার্সা ছেড়ে গিয়েছিল, সেই সময়ের দাবি এটি। বার্সেলোনা কিংবা আমরা- কেউই চিন্তিত না। আমরা এই সমস্যার সমাধান করব।’
সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে নেইমারের পিএসজি থেকে বার্সায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই আগ্রহী ছিলেন স্প্যানিশ ক্লাবটিতে ফিরতে। দুই ক্লাবের মধ্যে আলোচনা চলাকালীন মামলা তুলে নেওয়ার কথা উল্লেখ করেছিলেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি না হওয়ায় সেটা করেননি তিনি।
‘এল মুন্দো’ তাদের প্রতিবেদনে আরও বলেছে, কেবল সাড়ে তিন মিলিয়ন নয়, বোনাস হিসেবে বার্সার কাছ থেকে আরও এক লাখ ইউরো পাওনা আছে নেইমারের। তাই সবকিছু মিলিয়েই আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও দেখতে চোখ রাখুনঃ সর্বশেষ খেলার খবর, ও ফিগো বিশ্বাসঘাতক, আর নেইমার অর্থলোভী
Tag: Latest news on sports, latest sports news