শোবিজ

অশ্লীল সিনেমার নায়ক এখন মতিঝিলের তেল ব্যবসায়ী!

চলচ্চিত্রে মেহেদির আত্মপ্রকাশ শৈশবেই। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। এরপর যৌবনে সুদর্শন মেহেদি ঢাকাই সিনেমায় অভিষিক্ত হন নায়ক হিসেবে। অনেক সম্ভাবনার দ্যুতি ছড়িয়েছিলেন তিনি।

নায়িকা হিসেবে শাবনূর, সোনিয়ার মতো প্রথম সারির নায়িকাদের পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুতে। কিন্তু ভাগ্য তার সুপ্রসন্ন ছিলো না। পরিচিতি পেলেও নিজেকে প্রথম সারির নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি।

একটা সময় এসে জড়িয়ে পড়েন অশ্লীল সিনেমায়। মেহেদি তখন মুনমুন, ময়ুরী, ঝুমকার জুটি হয়ে পর্দায় হাজির হতেন। তবে মেহেদি-ঝুমকা জুটি বেশ পরিচিতি পায়। সিনেমায় তাদের জুটি থাকা মানেই অশ্লীল দৃশ্যের ছড়াছড়ি- এটা প্রায় অঘোষিত একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো।

পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে অশ্লীল দৃশ্যের অভিনেতা-অভিনেত্রীরা ছিটকে পড়েন। মেহেদিও সেসময় চলচ্চিত্র থেকে বিদায় নেন। চলে যান লোকচক্ষুর অন্তরালে। এরপর অনেকটা সময় গেলেও সিনেমায় আর দেখা মেলেনি তার। তবে শিল্পী সমিতির পিকনিক, নির্বাচনে হুটহাট দেখা মেলে তার। মাঝে মাঝে আড্ডা দিতেও আসেন এফডিসিতে।

সম্প্রতি তেমিন এফডিসিতে সময় কাটিয়ে গেলেন চিত্রনায়ক মেহেদি। সেখানেই জানালেন তার বর্তমান জীবনের নানা কথা। মেহেদির বর্তমান বয়স ৫৩। বনেদি পরিবারের ছেলে মেহেদির পুরান ঢাকায় ব্যবসা রয়েছে। রয়েছে মতিঝিলে পেট্রোল পাম্প। সেই ব্যবসা দেখাশোনা করেই সময় কাটে তার।

নিজের ব্যক্তিজীবন নিয়ে মেহেদি সাংবাদিকদের বলেন, ‘স্ত্রী সন্তানদের নিয়ে ভালো আছি আল্লাহর রহমতে। আমার স্ত্রী পুরান ঢাকার মেয়ে ফারজানা। আমাদের বড় ছেলে মাজহারুল হক মাহির বয়স ১০, মেয়ে মেহজাবিন হক ইশরাতের বয়স ৮। সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি।’

মেদেহি অভিনয়ে ফিরতে চান বলেও জানান। তিনি বলেন, ‘আমিসহ আরও অনেক তারকাকেই অশ্লীলতার দায়ে অভিযুক্ত করা হয়। এটা ঠিক নয়। আমরা কমার্শিয়াল ছবিগুলোতে অভিনয় করতাম। হ্যাঁ, আমরা কিছুটা উত্তেজক দৃশ্যতে অভিনয় করেছি। কিন্তু সেসবে ‘কাটপিস’ যুক্ত করে সেই সময়টাকে অশ্লীল যুগ বানিয়েছেন প্রযোজক ও হল মালিকরা। তাদেরকে তো কেউ অভিযুক্ত করে না, সূত্র জাগো নিউজ।

আমরা অভিনয় করে চলে আসতাম। এরপর একটা গানের দৃশ্যে কিংবা কোনো রোমান্টিক দৃশ্যে সমন্বয় রেখে ‘কাটপিস’ জুড়ে দেওয়া হতো। আর এসবের দায়ও আমাদের ঘাড়ে চলে এসেছে। এসব মিথ্যে অভিযোগ অনেক তারকারাও করেছেন আমাদের নিজেদের আখের গোছাতে। এখন সময়টা ভালো হয়েছে। ভালো রুচির প্রযোজক ও নির্মাতারা এসেছেন। সুযোগ হলে কাজ করতে চাই।’

আরও খবর জানুনঃ শোবিজ নিউজঅন্ধকার যুগের নায়ক মেহেদী এখন কি করছেন?

Tag: Latest showbiz news in bd, latest showbiz news bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =

Back to top button