কয়েকদিন আগে উইজডেনের দশক সেরা ওয়ানডে একাশ প্রকাশ করেছিল। এই একাদশে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ক্রিকেট অব অস্ট্রেলিয়া তাদের দশক সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। এই একাদশেও জায়গা পেয়েছেন সাকিব। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।
২০১৯ সালকে বিদায় জানিয়ে ২০২০ সালকে বরণ করে নিতে যেখানে ব্যস্ত সবাই, ক্রিকেটবিশ্ব তখন স্মরণ করছে ক্রিকেটারদের নানা কীর্তি ও ফেলে আসা সময়ের খেলোয়াড়দেরকে। সেখানে সামিল হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। তারা ঘোষিত দশকের সেরা ওয়ানডে একাদশের সাথে প্রতিটি ক্রিকেটারের বিকল্প হিসাবেও একজন উল্লেখ করা হয়েছে। যেখানে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম।
এই একাদশের ইনিংস উদ্বোধনে রাখা হয়েছে রোহিত শর্মা ও হাশিম আমলাকে। তাদের বিকল্প হিসাবে স্মরণ করা হয়েছে ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানকে। পরের অবস্থানগুলোতে যথাক্রমে আছেন বিরাট কোহলি ও এবি ভিলিয়ার্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। গত এক দশকে ১৩১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ৫টি শতক ও ৩৫টি অর্ধশতকে সংগ্রহ করেছেন ৪২৭৬ রান। গড় ৩৮.৮৭। আবার বল হাতেও সমানতালে পারদর্শী সাকিব শিকার করেছেন ১৭৭টি উইকেট, যা গত এক দশকে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। পাঁচ নম্বরে সাকিবের বিকল্প হিসাবে আছেন ব্যাটসম্যান ইয়ন মরগান।
ছয় নম্বরে ইংল্যান্ডের জস বাটলার ও সাত নম্বরে আছেন অন্যতম সফল অধিনায়ক ও উইকেটরক্ষক ধোনি। সাত নম্বর ও উইকেটরক্ষক হিসাবে ধোনির বিকল্প হিসাবে স্মরণ করা হয়েছে মুশফিকুর রহীমকে। তিনজন পেসার হিসাবে আছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক ও লাসিথ মালিঙ্গা, সূত্র অধিকান নিউজ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা।
সেরা একাদশের বিকল্প ক্রিকেটাররা : ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, কুমার সাঙ্গাকারা, রস টেলর, ইয়ন মরগান, গ্লেন ম্যাক্সওয়েল, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাঈদ আজমল, মিচেল জনসন, ডেল স্টেইন, জাসপ্রিত বুমরাহ।
আরও জানুনঃ খেলাধুলা ও সাকিব আল হাসান
Tag: Latest sports news today, latest sports news update today