খেলাধুলাফুটবল

ঢাকায় আসছেন ম্যারাডোনা

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই বছরকে তাই মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে তাই ক্রীড়াঙ্গনে ব্যাপক আয়োজন।

সব ক্রীড়া ফেডারেশনই আন্তর্জাতিক আসর করবে এই বছর। এরই অংশ হিসেবে বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তার কথায়, ‘আমরা এজেন্টের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, ম্যারাডোনা ঢাকায় আসবেন। বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনার হয়ে খেলে গেছেন লিওনেল মেসি। গত বছর নভেম্বরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ন্নি ইনফান্তিনো। এবার চমক হয়ে আসছেন ম্যারাডোনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হবে মুজিববর্ষ। চলবে ২০২১ সালের ১৬ মার্চ পর্যন্ত।

১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম টুঙ্গিপাড়ায়। এ বছর এপ্রিল কিংবা জুনে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ম্যারাডোনা। যদিও বিষয়টি এই কিংবদন্তি ফুটবলারের সময়সূচি অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানান সোহাগ।

তিনি বলেন, ‘আমরা ম্যারাডোনার এজেন্টের সঙ্গে কথা বলেছি। এপ্রিল কিংবা জুনে তিনি বাংলাদেশে আসতে পারেন। দুই কিংবা তিন রাত থাকতে পারেন। এই সময়ের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরের কর্মসূচি নির্ধারণ করা হবে ম্যারাডোনার সময় বুঝে।’

মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই ঘোষণা দেন। তবে কোন মাসের কোন তারিখে আসবেন, তাকে ঘিরে কী কী কর্মসূচী তা এখনও জানানো হয়নি।

১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এই অধিনায়ক এবং ২০১০ সালের বিশ্বকাপে দলটির কোচ বাংলাদেশে এলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন এটা নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

উল্লেখ্য, এর আগেও ম্যারাডোনাকে আনার চেষ্টা করা হয়েছিল। যখন তিনি কোলকাতায় এসেছিলেন। বাফুফে সূত্রে জানা গেছে তা আর্থিক কারনেই।

২০১১ সালে অবশ্য লিওনেল মেসির আর্জেন্টিনা দল নাইজেরিয়ার সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল।

 

আরও খবরঃ সর্বশেষ খেলার খবরদিয়াগো মারাদোনা

Tag: Sports news update today, Today sports news update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =

Back to top button