ট্রাম্পকে ‘ইসরায়েলের ফাঁদে’ না পড়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইসরায়েলের ফাঁদে’ পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ। ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে জাভাদ জারিফ ট্রাম্পকে এ আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সোলেইমানির মৃত্যুবার্ষিকীতে ইসরায়েল ‘যুদ্ধের জন্য উসকানিমূলক কর্মকাণ্ড’ করছে বলে অভিযোগ করেছেন জাভাদ জারিফ।
ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইসরায়েলের ফাঁদে পা না দেওয়া’র আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর তাত্ক্ষণিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউস ও তেল আবিব।
সম্প্রতি ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হলে ইরানে পাল্টা আঘাত চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
সম্প্রতি ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হলে ইরানে পাল্টা আঘাত চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
শনিবার জাভাদ জারিফ এক টুইটে বলেন, ‘ইরাকের নতুন গোয়েন্দা সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইসরায়েলি দালাল-উস্কানিদাতারা আমেরিকানদের দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভুলভাবে যুদ্ধের ন্যায্যতা প্রমাণের চেষ্টা করছে।’
টুইটে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফাঁদ সম্পর্কে সতর্ক থাকুন। যে কোনো আক্রমণেরই ব্যাক ফায়ার বা উল্টো ফল হতে পারে।’
আরও খবর পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরী – খোলা জানালা
Latest Trump News, Latest Trump News