তাপমাত্রা ৯.৮ ডিগ্রি, বইছে শৈত্যপ্রবাহ
উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টার ব্যবধানে সকাল ৯টার পরিমাপেও ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদ-নদীর অববাহিকায় ঘন কুয়াশাসহ শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বেলা ১১টা পযর্ন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলার অধিকাংশ জনপদ।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। ফলে দিনের বেলা সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে, সূত্র জাগো নিউজ।
জেলার চরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মানুষ শীতের প্রকোপে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা অত্যাধিক ঠান্ডার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২৭ জন শিশুসহ ৩১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডায়রিয়া ও ৩ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে।
কুড়িগ্রাম জেনারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, ঠান্ডাজনিত রোগের প্রকোপ ব্যাপক আকারে দেখা দেয়নি। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাকির হোসেন জানান, মৃদু শৈত্যপ্রবাহটি আগামী দুই তিনদিন চলবে। মাঝখানে বিরতি দিয়ে আবার একটি শৈত্যপ্রবাহ আসবে এ জেলায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আরও খবর জানুনঃ কৃষি ও জলবায়ু এবং শীতে ত্বকের যত্ন
Tag: Latest weather news, Latest news weather