Lead Newsশিক্ষাঙ্গন

পিইসি, ইবতেদায়ি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।

একই দিনে প্রধানমন্ত্রী ২০২০ সালের জন্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল জানিয়েছেন, সূত্র ইউএনবি।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজ মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল ঘোষণা করবেন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। এই তারিখে ফল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানানো হবে। একই দিনে ২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গত ২ নভেম্বর শুরু হয়েছিল ২০১৯ শিক্ষাবর্ষের জেএসসি ও জেডিসি পরীক্ষা। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২৪ লাখ। যদিও পরীক্ষায় বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ।

আরও খবর পেতেঃ শিক্ষাঙ্গনআমাদের শিক্ষার ত্রুটি

Tag: Bd live news, Live News Bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 7 =

Back to top button