জাতীয়

‘ছবি তুললে কী হইব, পারলে একটা শীতের কাপড় দেন’

পাতলা একটা সুতির কাপড় তার পরনে। শীতে ঠকঠক করে কাঁপছিলেন। অদূরেই ছয় বছর বয়সী একটি মেয়েকে পাতলা একটা জামা গায়ে জ্বলন্ত উনুনের (চুলো) পাশে বসে গা পোহাতে দেখা যায়।

মেয়েটির ছবি তুলতে গেলে রান্নারত আরেক নারী বলে ওঠেন, ‘ছবি তুললে কী হইব, পারলে আমার মাইয়ার লাইগা একটা শীতের কাপড়ের ব্যবস্থা করেন।’

‘ওরে মা, কি যে শীত পড়ছে। হাড্ডির মধ্যে গিয়া শীত লাগে। আমারে একটা শীতের কাপড়ের ব্যবস্থা করে দাও বাবা।’

রাজধানীর নীলক্ষেতে ফুটপাতে বসবাস করা মধ্যবয়সী হাজেরা বেগম এ প্রতিবেদককে ছবি তুলতে দেখে এগিয়ে এসে এ কথা বলেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশে গতকাল থেকে তীব্র শীত নেমে আসায় নগরবাসী বিশেষত ভাসমান দরিদ্র মানুষের ভোগান্তি চরমে উঠেছে। নুন আনতে পান্তা ফুরায় এসব দরিদ্র মানুষরা এখনও শীতের কাপড় কিনতে পারেননি।

গত রাত থেকে তারা শীতে নিদারুণ কষ্ট ভোগ করছেন। জাগো নিউজের এ প্রতিবেদক আজ (বৃহস্পতিবার) সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাতে বসবাস করা মানুষের শীতের কষ্ট করার দুর্ভোগ দেখতে পান।

তাদের অধিকাংশই সমাজের দানশীল ব্যক্তিদের কাছ থেকে গরম কাপড় পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান, সূত্র জাগো নিউজ।

এদিগে, রাজধানীতে হঠাৎ জেঁকে বসেছে শীত। ২৪ ঘণ্টা আগেও যেখানে হালকা গরম কাপড় গায়ে নগরবাসী ঘুরে বেরিয়েছে সেখানে ২৪ ঘণ্টা পর গরম কাপড় গায়ে দিয়ে, কানটুপি ও গলায় মাফলার পেঁচিয়ে কিংবা শীতের কাপড়ের জন্য মার্কেটে ছুটতে হচ্ছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর থেকেই রাজধানীতে শীত শীত ভাব পরিলক্ষিত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে ঠান্ডা বাতাস বইতে থাকে, ধুলা আর কুয়াশায় চারপাশে শীতের আবহ তৈরি হয়। শীতকাল বেশ কয়েক দিন আগে শুরু হলেও নগরবাসী গতকাল পর্যন্তও কম্বল কিংবা কাঁথা বের করার কথা ভাবেননি। কিন্তু আজ শীত জেঁকে বসায় একদিনেই পোশাকে পরিবর্তন আনতে বাধ্য হন।

আরও খবর এখানেঃ সম্মান ও স্বীকৃতি ও এই  শীতে ত্বকের যত্ন

Tag: Live news online bd, live news bd online

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 15 =

Back to top button