করোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা রোধে ঘরে বানানো মাস্ক কতটুকু কার্যকর?

প্রতিদিনই সারাবিশ্বে হু হু করে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা এবং মৃতের সংখ্যা। এতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বাংলাদেশের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। করোনাভাইরাস এর স্বীকৃত কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। যেহেতু এই ভাইরাসের এখনও কোনো প্রতিষেধক নেই, সেহেতু মাস্ক ব্যাবহারের উপরই জোর দিচ্ছেন গবেষক ও চিকিৎসকরা।

সম্প্রতি বেরিয়ে এসেছে নতুন এক তথ্য যেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন করোনা ভাইরাস একটি বায়ুবাহিত রোগ। অর্থাৎ, করোনাভাইরাস বা কোভিড-১৯ বাতাসের মাধ্যমে সংক্রমিত হয়। বর্তমানে বিশ্ব সাস্থ্য সংস্থাও বিজ্ঞানীদের এই দাবির সঙ্গে একমত পোষন করেছে।

এর আগে আমরা জানতাম করোনা ভাইরাস একজনের থেকে অন্য জনের মধ্যে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু শুধু স্পর্শের মাধ্যমে নয়,নতুন তথ্য অনুযায়ী বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী করোনা ভাইরাস।

নতুন এই তথ্য রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সমগ্র বিশ্বে। মানুষের মনে প্রশ্ন উঠছে তাহলে কি যেকোনো মাস্কের সাহায্যে রুখে দেওয়া সম্ভব করোনা ভাইরাসের সংক্রমন নাকি প্রয়োজন হবে বিশেষ মাস্ক?

এই বিষয় নিয়েই সম্প্রতি গবেষণা করেছেন ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষকরা। তারা বোঝার চেষ্টা করছিলেন যে কি ধরনের মাস্ক ব্যাবহার করে এই ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। প্রথমে তারা একটি ম্যানিকুইনের ওপর পরীক্ষা চালান। পরীক্ষায় গবেষকরা পর্যবেক্ষন করেন কিভাবে হাঁচি ও কাশির মাধ্যমে করোনাভাইরাস বাতাসের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। উন্নত মানের লেজার ব্যবহার করে এই পরীক্ষাটি করা হয়।

এই পরীক্ষা থেকে যে রিপোর্ট পাওয়া যায় তা ‘ফিজিক্স অফ ফ্লুয়িড’ জার্নালে প্রকাশ করা হয়। প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়ঃ
১. কে-৯৫ অথবা এন-৯৫ মাস্ক করোনা প্রতিরোধে ভালোভাবেই সক্ষম।
২. সুতির একাধিক লেয়ার বিশিষ্ট বাসায় তৈরিকৃত মাস্কগুলোও করোনা প্রতিরোধে সক্ষম।
৩. রুমাল ভাজ করে ব্যান্ডেনা স্টাইলের যে মাস্ক মুখে ব্যবহার করা হচ্ছে তাতে করোনা ভাইরাসকে আটকানো বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হচ্ছে।
৪. বিভিন্ন দোকানে যে তিন লেয়ার বিশিষ্ট মাস্ক পাওয়া যাচ্ছে সেগুলোও হাঁচি বা কাশির সময় ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সক্ষম।
৫. মাস্কে কোনরকম ছিদ্র বা ফুটো থাকলে সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।
৬. মাস্ক বা ফেস কভার ছাড়া হাঁচি, কাশি বা কথোপকথনের সময় ৬ ফিট দূরত্ব পর্যন্ত এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে।

এই থেকে বোঝা যাচ্ছে করোনাভাইরাস প্রতিরোধে মাস্কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ন। বিশ্ব সাস্থ্য সংস্থাও মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেবার উপদেশ দিচ্ছে। শুধুমাত্র মাস্ক ব্যবহার করেই বাতাসে ভাসমান করোনাভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব হয়, এরই সাথে ব্যাক্তিগত পরিচ্ছন্নতার দিকটিও বিশেষ ভাবে খেয়াল রাখা প্রয়োজন।

আরও খবর পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরীআন্তর্জাতিক নিউজ

N95 Mask News, N95 Mask News, N95 Mask News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Back to top button