পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ যুবকের মৃত্যু; ইনচার্জসহ বরখাস্ত ৪
সিলেটের একটি পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ এক যুবকের মৃত্যুর ঘটনায় ওই ফাঁড়ির চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে তিন পুলিশ সদস্য। রোববার ভোরে সিলেট কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদ (৩৪) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে।
বরখাস্ত চার পুলিশ সদস্য হলেন – ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ।
এছাড়া যে তিন জনকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন – এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন। মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তের ফলাফল বিশ্লেষণ করে এক আদেশে চার জনকে সাময়িক বরখাস্ত এবং তিন জনকে প্রত্যাহার করা হয়। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উল্লিখিত ৭ পুলিশ সদস্যের ব্যাপারে আরেক দফা তদন্ত চলছে। তারপর রায়হান হত্যার ঘটনায় তাদের আসামি করা হতে পারে।
উল্লেখ্য, সিলেট স্টেডিয়াম মার্কেটে শনিবার তার কর্মস্থলে গিয়ে গভীর রাত পর্যন্ত ফেরেননি রায়হান। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর রোববার ভোরে অন্য একটি নম্বর থেকে রায়হান তার পরিবারকে জানান, তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকা। তার কাছ থেকে পুলিশ ১০ হাজার টাকা ‘ঘুষ’ দাবি করেছে বলা হয়।
ঘটনা শুনে রায়হানের সৎবাবা ৫ হাজার টাকা নিয়ে ফাঁড়িতে গেলে তাকে জোহরের নামাজের পর যেতে বলা হয়। কিন্তু পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শরীর খারাপ করায় রায়হানকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার লাশ দেখতে পায়।
বন্দরবাজার ফাঁড়ির পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, রায়হান এলাকার ‘চিহ্নিত ছিনতাইকারী’ এবং তার নামে থানায় মামলা রয়েছে। ছিনতাইকালে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।
তবে পরিবারের অভিযোগ, তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার কারো নাম উল্লেখ না করে শুধু একটি মুঠোফোন নম্বর উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, পুলিশ যে গণপিটুনির দাবি করেছে, সংশ্লিষ্ট এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা চেক করে তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
আরও খবর পেতে দেখুনঃ জাতীয় নিউজ – সরকার
News Bangla All, News Bangla All, News Bangla All