Lead Newsআইন ও বিচার

চট্টগ্রামে স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ মামলার ১ নম্বর আসামি মো. হান্নান (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে র‍্যাব এই তথ্য জানায়। তারা বলছে, আজ নগরের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে হান্নানকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মাশকুর রহমান ।গত ৭ জুন মামলার প্রধান আসামি হান্নান ও আরও ৩ জন মিলে এই গণধর্ষণের ঘটনাটি ঘটায় ।

মো. মাশকুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হান্নান জানিয়েছেন, তাঁর নেতৃত্বে চারজন পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় নারীর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

গণধর্ষণের ঘটনায় মো. হান্নান, মো. মন্টু, মো. জুয়েল ও আবু তাহেরকে আসামি করে মামলা হয় পটিয়া থানায়।সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর নববধূ গণধর্ষন মামলার প্রধান আসামি হান্নানকে গ্রেপ্তার করা হয়।

সে মামলার ১নং আসামি ও ঘটনার অন্যতম মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে। র‌্যাব কর্মকর্তা মাশফুকুর রহমান আরো জানান, এই মামলায় এজাহারনামীয় চারজনকেই গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

এর আগে গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এ ঘটনায় মামলা করা হয়।এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালখালী উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।

পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

এদিকে ছায়া তদন্তে নেমে ধর্ষণের মামলাটির দুই আসামি মো. জুয়েল (২৮) ও মো. মিন্টুকে (৩৩) গত ১৭ জুন গভীর রাতে নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান ঘটনার অন্যতম মূলহোতা মো. আবু তাহের মন্টুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব।

পরে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। হান্নানসহ এজাহারে নাম থাকা চার আসামিকেই র‍্যাব গ্রেপ্তার করেছে।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক নিউজধর্ম ও জীবন

News Bangladesh, News Bangladesh, News Bangladesh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Back to top button