বিচিত্র

বাঘের মাংস দিয়ে পিকনিক!

শীতের আমেজে পিকনিকের আয়োজনে মেতে ওঠে বিভিন্ন সংগঠন। রীতিমতো বনভোজনের হিড়িক পড়ে যায়। বিভিন্ন স্পটে গিয়ে মুখরোচক রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ভোজন রসিকরা। তাই বলে বাঘের মাংস দিয়ে পিকনিক! এমনটাই করল ভারতের আসামের অটল রঙঢালি এলাকার বাসিন্দারা।

একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে মেরে তার মাংস দিয়ে ভুড়িভোজ করেছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টাইমস জানিয়েছে, সম্প্রতি চিতাবাঘের মাংস দিয়ে রীতিমতো পিকনিক করল আসামের এই স্থানীয়রা।

সংবাদমাধ্যমটি জানায়, কয়েকদিন আগে আসামের অটল রঙঢালি এলাকায় পাঁচ জন মানুষের ওপর হামলা চালিয়েছিল একটি চিতাবাঘ। নদী পেরিয়ে অন্য গ্রামে ঢুকেও কিছু মানুষের ওপর হামলা চালায় এই হিংস্র বাঘ।

এরপর গ্রামবাসীরা বাঘটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। প্রথমে দূর থেকে ইট, পাথর মেরে বাঘটিকে দূর্বল করে দেয় তারা। এরপর লাঠি দিয়ে পিটিয়ে চিতাবাঘটিকে মেরে ফেলে তারা। এরপরই চিতাবাঘ মারার উল্লাসে উৎসবে মেতে ওঠে গ্রামবাসী। মৃত বাঘের মাংস দিয়েই পিকনিকের আয়োজন করে তারা।

এদিকে এমন ঘটনায় অবাক হয়েছেন আসামের বন অধিদফতরের কর্মকর্তারা। দেশটির পশুপ্রেমীরা বিষয়টিকে মেনে নিতে পারছেন না।

এ ঘটনায় বন অধিদফতর গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জড়িতদের চিহ্নিত করতে ঘটনার তদন্তে নেমেছেন তারা।

এ বিষয়ে বন অধিদফতরের এক কর্মকর্তা বলেন, নদী পার হয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল চিতাবাঘটি। সেই সুযোগে গ্রামবাসীরা একে মেরে ফেলে। এর আগেও এই অঞ্চলে এমনটা ঘটেছিল। আসাম-নাগাল্যান্ড সীমানায় এর আগে হাতি মেরে তার মাংস খেয়েছিল গ্রামবাসী। এবার বাঘ মেরে খাওয়ার ঘটনা ঘটল।

তাই বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

 

আরও খবরঃ ভ্রমন বেঙ্গল টাইগার

Tag: News of Bd Today, News of Bd Today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button