Lead Newsআন্তর্জাতিক

ভারত বনধের ডাক দিল কৃষকরা

নরেন্দ্র মোদি সরকারের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ভারত বনধের (অবরোধ) ডাক দেয়া হয়েছে।

কৃষক সংগঠনগুলোর ডাকা এই বনধকে কেন্দ্র করে রাজ্যগুলোকে নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবারের বনধকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে রাজ্যগুলোকে যথোপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেয়া হয়েছে।

নতুন কৃষি আইন নিয়ে উত্তাল রাজধানী দিল্লি। পাঞ্জাব, হরিয়ানা থেকে লাখ লাখ কৃষক দিল্লি ঘেরাও করেছে। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাঁচ দফায় আলোচনা হয়েছে কৃষক সংগঠনের প্রতিনিধিদের। তবে এখনও সমাধান আসেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক বিদ্রোহে সমর্থন আসছে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে ছাপ ফেলেছে দেশের কৃষকদের এই প্রতিবাদ। ক

ানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি কৃষকদের সমর্থনে আওয়াজ তুলেছেন। দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি চলচ্চিত্র জগত থেকে শুরু করে ক্রীড়া জগতসহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বরা কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এই মুহূর্তে বেশ চাপে রয়েছে মোদি সরকার। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আগামী ৯ ডিসেম্বর ফের কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে কৃষি আইনে সংশোধনী আনার প্রস্তাব দেয়া হয়েছে। সেই বিষয়টি নিয়েই আগামী ৯ ডিসেম্বর কৃষক নেতাদের সঙ্গে আলোচনা করবেন কেন্দ্রের মন্ত্রীরা।

আরও আপডেট খবর পেতে দেখুনঃ স্বাস্থ্য ও চিকিৎসাভাইরাল নিউজ

Latest News Update24, Latest News Update24

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top button