বিচিত্র

লটারি জিতে কৃষকের ছেলে রাতারাতি কোটিপতি

কোটিপতিকে খুঁজতে গিয়ে শীতেও ঘাম ছুটে গেছে পুলিশের। তবে কর ফাঁকি বা অপরাধের কারণে নয়। লটারি জিতে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়া এক যুবকের নিরাপত্তার জন্যই তাকে খুঁজছিল পুলিশ। দুদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর সোমবার রাতে ওই যুবকের খোঁজ পাওয়া গেছে।

অসীম সমাদ্দার নামের ওই যুবকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাবিবপুর থানার প্রত্যন্ত দাল্লা গ্রামে। জীবনে প্রথম লটারির টিকিট কেটেই রাতারাতি কোটিপতি হয়ে গেছেন কৃষকের এই ছেলে।

পুলিশ বলছে, তার নিরাপত্তার জন্যই তাকে খোঁজা হচ্ছিল। ওই যুবক অবশ্য জানিয়েছেন, প্রতিবেশীরাই তার নিরাপত্তা বিষয়টি দেখবেন। তবে পুলিশ জানিয়েছে, যে কোনো সময় প্রয়োজন মনে হলেই তাদের খবর দিতে।

টিকিট কেটে এক কোটি টাকা জেতার অনুভূতি সম্পর্কে অসীম বলেন, এতগুলো টাকা! প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। বেশ কয়েক বার দেখার পর যার কাছ থেকে টিকিট কেটেছিলাম তাকে ফোন করি। সেও যখন একই নম্বর বলল, তখন ভয় করতে লাগল। তাই চেপে গেলাম। কিন্তু রাতে ঘুম হলো না। পেটের ভেতর কেমন করতে লাগল। শেষ পর্যন্ত রোববার ক্লাবের বন্ধুদের জানাই।

এভাবে এতগুলো টাকা কখনও পাবেন সেটা কল্পনাও করেননি অসীম। টিকিট কেনার সময়ও তার মনে হয়নি যে, তিনিই প্রথম পুরস্কারটি পাবেন। কিন্তু ভাগ্যগুনে একবারে কোটিপতিই হয়ে গেলেন এই তরুণ, সূত্র জাগো নিউজ

এছাড়াও ২০১৮ সালে অন্য এক লটারি জিতেন বিলজে,নামের ভারতীয় এক যুবক । এক প্রতিবেদনে বলা হয়েছে যে,

এক সময় পেটে খাবার জুটতো না। কাজের খোঁজে দুবাই গিয়েছিলেন হায়দরাবাদের এক কৃষক বিলাস রিক্কালা। কিছুদিন সেখানে গাড়ি চালিয়ে উপার্জনের চেষ্টা করলেও তেমন কিছু না করতে পেরে শেষমেশ দেশে ফিরে আসেন তিনি।

দেশে ফেরার পূর্বে এক বন্ধু রবির কাছে ২০ হাজার টাকা দেন ‘দুবাই শপিং ফেস্টিভাল’-এ লটারির টিকিট কেনার জন্য। নিজের ভাগ্য পরখ করে দেখার একটা শেষ চেষ্টা করতে এই টাকা বিলাস তার স্ত্রীর কাছে ধার নিয়েছিলেন।

কিন্তু এবার সুদিনের মুখ দেখল বিলাস। শুধু সুদিন নয়, রাতারাতি রাজা হয়ে গেলেন হায়দরাবাদের এই কৃষক। ২০ হাজার টাকা দিয়ে লটারির টিকিট কেটে ভারতীয় রুপির প্রায় ২৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা জিতেছেন বিলাস।

বিলাসের কৃষিজীবী পরিবারে ধান বিক্রি করে সারা বছরে আয় মেরে কেটে ৩ লাখ টাকা। বিলাস ও তার স্ত্রী পদ্মার দুই মেয়ে। চার জনের সংসারে অনটন না থাকলেও তেমন একটা স্বচ্ছলতা ছিল না। তেলঙ্গানার জাকরন পল্লী গ্রামের বাসিন্দা বিলাস উপার্জনের চেষ্টায় ব্যর্থ হয়ে দুবাই থেকে দেশে ফিরে আসেন। দেশে ফেরার ৪৫ দিনের মাথায় সুখবর দেন বিলাসের ওই বন্ধু রবি।

রবি ফোন করে জানান, লটারিতে দেড় কোটি দিরহাম (ভারতীয় মূদ্রায় প্রায় ২৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা) জিতেছেন। অর্থাত্‍, রাতারাতি কোটিপতি! এ বার এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কী করবেন, তা এখনো ভেবে উঠতে পারেননি বিলাস।

আরও খবরঃ হাস্যরসডিবি লটারি ২০১৯

Tag: Bangla News24, News24 Bangla

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

Back to top button