করোনাভাইরাসভ্রমন

করোনার যুগেও সেরা এশিয়ার পাসপোর্ট, বাংলাদেশের পাশে ইরান

কদিন আগেও যদি আপনাকে জিজ্ঞেস করা হতো, পৃথিবীর কোন শহরে বেড়াতে যেতে চান? উত্তরে নিশ্চই আপনি বলতেন ক্লাব ফুটবলের দেশ স্পেনের মাদ্রিদ, ঐতিহ্যে ও গৌরবের দেশ ইতালি রোম কিংবা প্রেমের শহর ফ্রান্সের রাজধানী প্যারিস। তবে শুধু আপনি কেন, এই মুহূর্তে হয়তো কেউই এসব নান্দনিক ও বহুল প্রতীক্ষিত শহরে বেড়াতে যেতে চাইবেন না। কারণটা স্পষ্ট। মহামারি করোনাভাইরাস (কোভিড ১৯)।

বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মাইক নেওয়েল ২০০৭ সালে মহামারি কলেরা নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছিলেন ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। ওই সিনেমায় দেখা যায় বহু মানুষ কলেরায় মারা যায়। আজ ২০২০ সালেও একটি মহামারির সম্মুখীন বিশ্ব। যে মহামারিতে এরই মধ্যে মৃত্যুর মিছিল লাখ ছুঁই ছুঁই। তাই পরিচালক মাইক নেওয়েলকে অনুসরণ করে বলা যায় ‘লিভ ইন দ্য টাইম অব করোনা’।

করোনার কারণে পৃথিবী এক কথায় লকডাউন বন্ধ হয়ে গেছে। শিকল পড়েছে পৃথিবীর পায়ে। যোগাযোগ বন্ধ রেখেছে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ। প্রাণের বলিদানের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। বন্ধ রয়েছে ভ্রমণ সংক্রান্ত সব কার্যক্রম।

আর এমন সময় দুইমাস আগে আপডেট করা বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা নতুন করে ঘষামাজা করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ২০২০ সালের জানুয়ারির মতো এবারো শীর্ষ অবস্থান ধরে রেখেছে জাপান। দেশটির পাসপোর্ট হাতে থাকলে ১৯১টি দেশে বিনা ভিসা অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে।

টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সুনাম ধরে রেখেছে জাপান। আর সেই তালিকায় সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। র‌্যাঙ্কিংয়ে যুদ্ধবিদ্ধস্ত দেশটির অবস্থান ১০৭তম। আফগানিস্তানের পাসপোর্ট দিয়ে মোট ২৬টি দেশে ভ্রমণ করা যাবে।

বিশ্বের সব দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

তবে নতুন কোনো সুখবর নেই বাংলাদেশের জন্য। তালিকায় বাংলাদেশের অবস্থান আগের মতোই ৯৮তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে ইরান। বাংলাদেশ ও ইরানের পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায়/অন অ্যারাইভাল ভ্রমণ করা যাবে ৪১টি দেশে।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের জনক ক্রিস্টিয়ান কাইলিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারের পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। ক্রিস্টিয়ান কাইলিনকে ‘দ্য পাসপোর্ট কিং’ হিসেবেও চেনে বিশ্ববাসী।

গতবারের মতো এবারও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট হাতে থাকলে ভ্রমণ করা যাবে ১৯০টি দেশ। কিন্তু আগের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে পারেনি দক্ষিণ কোরিয়া। এবারের তালিকায় জার্মানির সঙ্গে তৃতীয় অবস্থানে নেমে গেছে দেশটি। এ দুই দেশের পাসপোর্ট হাতে থাকলে ভ্রমণ করা যাবে ১৮৯টি দেশ।

তালিকার চতুর্থ অবস্থানে করোনায় বিধ্বস্ত ইতালি ও স্পেনের সঙ্গে রয়েছে ফিনল্যান্ড ও লুক্সেমবার্গ। এবং পঞ্চম স্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রকাশিত এই তালিকায় বরাবরের মতোই আধিপত্য ধরে রেখেছে এশিয়া। ইউরোপ-আমেরিকা মহাদেশকে পেছনে ফেলে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা নিয়ে শীর্ষ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে এশিয়াই।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে যেসব দেশের পাসপোর্ট

১. জাপান (১৯১টি দেশ)

২. সিঙ্গাপুর (১৯০টি দেশ)

৩. দ. কোরিয়া ও জার্মানি (১৯৮টি দেশ)

৪. ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও লুক্সেমবার্গ (১৮৮টি দেশ)

৫. ডেনমার্ক ও অস্ট্রেলিয়া (১৮৭টি দেশ)

র‌্যাঙ্কিংয়ে তলানিতে আছে যেসব দেশের পাসপোর্ট

১০৭. আফগানিস্তান (২৬টি দেশ)

১০৩. ইয়েমেন (৩৩টি দেশ)

১০৪. পাকিস্তান ও সোমালিয়া (৩২টি দেশ)

১০৫. সিরিয়া (২৯টি দেশ)

১০৬. ইরাক (২৮টি দেশ)

 

আরও খবর পড়ুনঃ কোবিড-১৯ আপডেট নিউজ বিচিত্র সংবাদ

News24 Bangla, News24 Bangla

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =

Back to top button