সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিতের যে খবর ভাইরাল হয়েছে, সেটি সম্পূর্ণ ‘গুজব’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া সব অফিস এক মাসের জন্য ছুটি-সংক্রান্ত বিষয়টিও পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের গুজব ছড়ানো অপরাধের পর্যায়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের পক্ষ থেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সব অফিস এক মাসের জন্য ছুটি-সংক্রান্ত যে গুজবটি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।’
বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘যাঁরা অপপ্রচার চালাচ্ছেন, তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া সব অফিস এক মাসের জন্য ছুটি-সংক্রান্ত বিষয়টিও পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের গুজব ছড়ানো অপরাধের পর্যায়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের পক্ষ থেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজ – প্রবাস নিউজ
Newspaper Online, Newspaper Online