Lead Newsসম্মান ও স্বীকৃতি

নিলাম তত্ত্বের গবেষণায় নোবেল পেলেন ২ মার্কিন অর্থনীতিবিদ

নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য অর্থনীতিতে ২০২০ সালের নোবেল পুরস্কার জিতেছেন দুইমার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম এবং রবার্ট উইলসন।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইটের এক টুইটে বলা হয়েছে, “নিলাম সবখানেই আছে এবং আমাদের প্রাত্যহিক জীবনেও এর প্রভাব আছে।”

“এবারের পুরস্কার জয়ী দুই অর্থনীতিবিদ নিলাম তত্ত্বের যে উন্নতি ঘটিয়েছেন এবং নতুন যে নিলাম পদ্ধতি আবিষ্কার করেছেন তাতে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা এবং করদাতারা উপকৃত হয়েছেন।”

অর্থনীতিতে নোবেলের মধ্য দিয়ে এ বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি ও সাহিত্য মিলিয়ে ছয়টি ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হল।

একাডেমি এক বিবৃতিতে জানায়, ‘একটি প্রাথমিক গবেষণা পরবর্তী সময়ে কীভাবে সমাজের উপকারে আসে, তার একটি সুন্দর উদাহরণ নিলামের নতুন এ পদ্ধতি।’

পল মিলগ্রম ও রবার্ট উইলসন দুজনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল পুরষ্কারের অফিসিয়াল ওয়েবসাইট টুইট করেছে, ‘নিলাম সবখানেই হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব আছে। এ বছর অর্থনীতিবিদ মিলগ্রম ও উইলসন নিলাম তত্ত্বকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বজুড়ে বিক্রেতা, ক্রেতা ও করদাতাদের উপকারে নিলামের নতুন ফরম্যাট উদ্ভাবন করেছেন।’

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আরও খবর পেতে দেখুনঃ কর্পোরেট নিউজ ভাইরাল নিউজ

Nobel Prize in Economics, Nobel Prize in Economics

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =

Back to top button