বিচিত্র

ঘুমানোর চাকরি, বেতন লাখ টাকা!

নিজের শোয়ার ঘরে দৈনিক নয় ঘণ্টা করে ঘুমালেই এক লাখ রুপি পাওয়া যাবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ২০ হাজার টাকার মতো। অনেকের কাছেই এটা গল্পকথা মনে হতে পারে। বিষয়টি মোটেই তা নয়, সত্যি ঘটনা। যে কেউ পেতে পারেন এমন অকল্পনীয় ‘চাকরি’!

ভারতে ওয়েকফিট নামে বালিশ-তোশক বিক্রির জন্য একটি কোম্পানি এমন কর্মসূচি চালু করেছে, সূত্র এনডিটিভি।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’ নামে ঘুমানোর বিনিময়ে লাখ রুপির এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

সেখান থেকে জানা যায়, নিজের বাড়িতেই প্রতিদিন নয় ঘণ্টা আরাম করে ঘুমানোর এই কাজটি করতে হবে। অবশ্য কাজটি ১০০ দিনের। এই ইন্টার্নশিপে দৈনিক নয় ঘণ্টা করে ঘুমাতে হবে।

কোম্পানিটির দাবি, ‘আপনি কি রাতে আপনার প্রিয় শোগুলো না দেখে তার বদলে ৯ ঘণ্টা ঘুমোতে পারবেন? যদি তাই হয়, তাহলে আপনি হতে পারেন যোগ্য প্রার্থী, আমরা যার খোঁজ করছি।’

এই কাজের শর্ত হলো টিভিতে রাতের শোগুলো না দেখা। শুধু তাই নয়, এ সময় স্মার্টফোন থেকেও দূরে থাকতে হবে। এই ১০০ দিনের কাজ হবে টানা নয় ঘণ্টা আরামে ঘুমানো।

ইন্টার্নরা নিজের ঘরে ঘুমালেও তাদের ওপর সার্বক্ষণিক নজর রাখবে ওয়েকফিট। কোম্পানিটির দেওয়া ম্যাট্রেসে বা জাজিমের ওপর ইন্টার্নদের ঘুমোতে হবে। সেই সঙ্গে একটি স্লিপ ট্র্যাকারের মাধ্যমে নজর রাখা হবে ম্যাট্রেস ব্যবহারের আগে তারা কেমন ঘুমোচ্ছেন। তারপর ওই ম্যাট্রেস ব্যবহারের ফলে কী কী পরিবর্তন হচ্ছে ঘুমের। পাশাপাশি এতে কাউন্সেলিং সেশনও থাকবে।

 

 

Tag: Online Live News, Online Live news Today

আরও জানুনঃ   প্রাপ্তবয়স্কদের ঘুমের অসুবিধা কম ঘুম হওয়া অনিদ্রা,  যখনি ঘটনা তখনি রটনা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =

Back to top button