দেশে নতুন আক্রান্ত আরো ৫ জন, মোট ৬১
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস-সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে করোনাভাইরাস সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া এখন পর্যন্ত ২২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সাতজন রোগী বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন এবং মারা গেছেন ছয়জন।
গত ৮ মার্চ বাংলাদেশের কর্তৃপক্ষ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায়। এরপর ১৮ মার্চ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ।
২৫ মার্চ প্রথমবারের মতো সংস্থাটি জানায়, বাংলাদেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিন দিন আরো দীর্ঘ হচ্ছে। আজ শুক্রবার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৭১ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজ – প্রবাস নিউজ
Online Bangla News Paper, Online Bangla News Paper