এবার বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক; অমান্যকারীদের কারাদণ্ড
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘নির্দেশ অমান্যকারীদের কারাদণ্ড ও জরিমানা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
এর আগে সকালে ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করা ইতালি থেকে ১৪২ জন দেশে ফিরেছেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য আশকোনার হজ ক্যাম্পে নেয়া হয়েছে।
তবে শুধু ইতালি ফেরত নয়, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোন যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারান্টাইনে রাখা নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হলেও দুজন সুস্থ হয়েছেন এবং অপরজনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আরও খবর পেতে দেখুনঃ ভ্রমণ নিউজ –ক্যারিয়ার বাংলা নিউজ
Online Daily News, Online Daily News