ঢাবি শিক্ষার্থী ‘ধর্ষণ’ মামলায় ছাত্র অধিকারের ২ জন রিমান্ডে, ‘নিখোঁজ’ ৩
শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরো এক নেতাকে ‘তুলে নিয়ে যাওয়া’র অভিযোগ উঠেছে। নতুন করে খুঁজে পাওয়া যাচ্ছে না আবদুল্লাহ হিল বাকিকে।
এই তথ্য নিশ্চিত করে সংগঠনের শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “আজ সকাল থেকে বাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি, অন্যদের মতো তাকেও তুলে নিয়ে গেছে ডিবির লোকজন।”
এর আগে গতকাল রাত থেকেই ‘৪ নেতাকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে’ এমন অভিযোগ করা হচ্ছিল সংগঠনটির পক্ষ থেকে। এবার মোট ৫ জন নিখোঁজ হলেন। তাদের মধ্যে ২ জনকে আজ (সোমবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কর্তৃক ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম ও নাজমুল হুদা।
এখনো নিখোঁজ ৩ জন হলেন সোহবার হোসেন, আসিফ মাহমুদ ও আবদুল্লাহ হিল বাকি। পুলিশ বলছে, তারা এদের ব্যাপারে কিছু জানে না। ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ জানান, মামলার আসামি হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্য যাদের কথা বলা হচ্ছে, সে ব্যপারে আমাদের কাছে তথ্য নেই।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ডিবি পরিদর্শক ওয়াহিদুজ্জামান সন্দেহভাজনদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লালবাগ থানায় দায়ের করা এ ‘ধর্ষণ’ মামলায় ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নূর, হাসান, নাজমুল হাসান সোহাগ, সাইফুল, নাজমুল ও আবদুল্লাহ হিল বাকীকে আসামি করা হয়।
গত ২১ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী। ঢাবির ওই শিক্ষার্থী ‘ধর্ষণ’ মামলায় নূর ও আরও পাঁচজনকে গ্রেপ্তারের দাবিতে গত ৮ অক্টোবর অনশন শুরু করেন।
এদিকে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ২ জনকে আজ রিমান্ডে নেওয়া হলো, অথচ কাল রাতেও তারা আটকের বিষয়টি স্বীকার করেনি। আমরা বিশ্বাস করি, বাকি ৩ জনকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে, তাদের নামে কোনো মামলা নেই বলে হয়তো স্বীকার করা হচ্ছে না। আমরা অবিলম্বে তাদেরকে ফেরত দেওয়ার আহ্বান জানাই।
আরও খবর পেতে দেখুনঃ ধর্ম ও জীবন – আন্তর্জাতিক নিউজ
Online News Latest, Online News Latest, Online News Latest