অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিলো বাংলাদেশ
জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ।
গতকাল এই ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে সর্বপ্রথম এই ভ্যাকসিনটির অনুমতি দেয় যুক্তরাজ্য সরকার।
ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার এই ভ্যাকসিন আমদানির জন্য সোমবার সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে এনওসি (অনাপত্তিপত্র) দেয়া হয়। দুপুরে দেশের অন্যতম শীর্ষ ঔষধ নির্মাতা এই কোম্পানিটির পক্ষ থেকে এনওসি চেয়ে আবেদন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।’
ওষুধ প্রশাসনের এই অনুমোদনের ফলে ভারতের সেরাম ইনস্টিটিউট কর্তৃক দেশটিতে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে আনতে কোনো বাধা থাকছে না। তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার ফলে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন রপ্তানি করতে পারবে না এমন খবরে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে।
তবে বিষয়টি নাকচ করে সেরাম’র জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন বিবিসি’কে জানান, ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়। কারণ তাদের ভ্যাকসিন রপ্তানির ওপর কোন নিষেধাজ্ঞা নেই।
তবে কোম্পানিটি এখন অন্য দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা পেতে কয়েকমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু রপ্তানি শুরুর আগেই ভারত সরকারকে ১০ কোটি ভ্যাকসিন দেয়ার বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু এই মুহূর্তে তারা রপ্তানি করতে পারবে না, যেহেতু তাদের রপ্তানির অনুমতি নেই।
আরও খবর পেতে দেখুনঃ আজকের জাতীয় সংবাদ – কর্পোরেট সংবাদ
Oxford Vaccine, Oxford Vaccine