জাতীয়

একমাস পর স্বজনদের সাক্ষাৎ পাচ্ছেন খালেদা জিয়া

দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একমাস পর তার পরিবারের সদস্যরা স্বাক্ষাৎ করছেন। আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সাথে স্বাক্ষাৎ করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার ও শায়রুল বলেন, দীর্ঘ একমাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজকে (শনিবার) তার পরিবারের সদস্যদের স্বাক্ষাৎ করার অনুমতি দেয়া হয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন না স্বজনরা। আজ শনিবার বেলা ৩ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বজনদের দেখতে যাওয়ার কথা থাকলেও তারা যাচ্ছেন না।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার স্বজনদের যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারনবশত আজ তারা যাচ্ছেন না। আগামী ১৬ ডিসেম্বর স্বজনরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্বাক্ষাৎ করতেন।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সূত্র জাগো নিউজ।

জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

আরও জানুনঃ সম্মান ও স্বীকৃতিখালেদা জিয়া 

ট্যাগঃ Political news, news on political

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =

Back to top button