ভুয়া সনদ দিয়ে করোনা পরীক্ষার নামে মানুষের জীবন-মরণ নিয়ে ছিনিমিনি খেলা রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত বলে সংসদে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ।
জাতীয় সংসদ অধিবেশনে বুধবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হারুন বলেন, ‘আপনি মাদকাসক্ত-মলম পার্টির লোকদের ধরে ক্রসফায়ার দিচ্ছেন। অথচ এতো বড় অপকর্ম করলো এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি। সে কোথায় আছে?’
‘এই হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্তৃপক্ষ তাদের অগোচরেই কি এ সব অপকর্ম হয়েছে’-প্রশ্ন রাখেন হারুন।
তিনি বলেন, মানুষের জীবন-মৃত্যু নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদের ক্রসফায়ারে দেয়া উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উদ্দেশে এমটি হারুন বলেন, ‘মাদকাসক্ত-মলম পার্টির লোকজনকে ধরে আপনি ক্রসফায়ার দিচ্ছেন। আর রিজেন্টের মালিক এমন ভয়ংকর অপকর্ম করলো, অথচ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। সে কোথায় আছে?
এই সংসদ সদস্য আরও বলেন, করোনা টেস্টের লাইসেন্স যাদের দেয়া হয়েছে, সেগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই, যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেয়া হয়নি।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদফতরের যে বেহাল দশা, আগেই বলেছি এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেন।
হারুন বলেন, রাজধানী ঢাকার মতো জায়গায় রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার দেদারসে ভুয়া প্রত্যয়নপত্র দিয়েছে। এক দুইটি নয়, ছয় হাজারের বেশি এবং তারা আবার সরকারের কাছেও টাকা দাবি করেছে।
আরও খবর পড়ুনঃ খোলা জানালা – কর্পোরেট নিউজ
Political News, Political News