প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ‘বহুমাত্রিক’ দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ২১ বছর ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে কৃত্রিম দেয়াল ছিল, সেটা এখন আর নেই।
সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকার অনেক সুবিধা আছে। বিশেষ করে, অর্থনৈতিক উন্নয়নসহ যেকোনো সমস্যার সমাধান সহজতর হয়। সেই ধারাবাহিকতায় দুই প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে।
তিনি বলেন, তিস্তার পানি বণ্টনসহ অভিন্ন নদীর পানি বণ্টন গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত আন্তরিক। তিনি এসব সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই বিষয়টি সম্মানজনক সমাধানে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। ইতোমধ্যে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।
দীর্ঘদিনের সীমান্ত ও ছিটমহল বিনিময়ের সমস্যা সমাধান হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় অফুরন্ত অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। সেগুলো এগিয়ে নিতে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।
ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির জন্য ৯২৮টি বাস এবং ৫০০টি ট্রাক সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে এবং আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল-ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে।
আরও খবর পেতে দেখুনঃ বিচিত্র নিউজ – ধর্ম ও জীবন
Politics News Latest, Politics News Latest