Lead Newsআন্তর্জাতিক

যুক্তরাজ্যের নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের হ্যাটট্রিক 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আবারও জয়লাভ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তিনি হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন এলাকা থেকে লেবার পার্টির টিকিটে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন।

নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক ২৮০৮০ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনি লাক পেয়েছেন ১৩৮৯২ ভোট।

এর আগে ২০১৫ সালে লেবার দলের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হন টিউলিপ। ২০১৭ সালে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো তিনি এই আসনের এমপি হন।

লন্ডনের প্রভাবশালী রাজনৈতিকদের তালিকায় টিউলিপ সিদ্দিক

প্রভাবশালী রাজনৈতিকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। লন্ডনভিত্তিক ইভেনিং স্ট্যান্ডার্ড এর সম্প্রতিক প্রকাশিত প্রগ্রেস-১০০০ প্রতিবেদন তাকে অর্ন্তভুক্ত করে।

প্রগ্রেস-১০০০ তে ব্যবসায়, প্রযুক্তি, বিজ্ঞান, রাজনীতি, ডিজাইন, স্থাপত্যকলা, সংস্কৃতি এবং চারুকলাসহ বিভিন্ন ক্ষেত্র জুড়ে লন্ডন শহরের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিদের প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপকে ওয়েস্টমিনিস্টার ক্যাটাগরিতে অর্ন্তভুক্ত করা হয়েছে।

এ তালিকায় আরও আছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ডাচি অফ ল্যানকাস্টারের চ্যান্সেলর মাইকেল গভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ও শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনের মতো লন্ডনের রাজনীতিবিদরা।

যুক্তরাজ্যের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেয়ার জন্য সন্তান জন্মদানের অস্ত্রোপচার পিছিয়ে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিলেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক, এতে উল্লেখ করা হয়।

 

আরও খবর জানতেঃ বিবিধছেলের মা হলেন টিউলিপ সিদ্দিক

Tag: politics news update, politics update news

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =

Back to top button