ধর্ম ও জীবন

ইজতেমা মাঠে ১০১টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

মুসলিম উম্মাহর দ্বিতীয় ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ভাবগাম্ভীযপূর্র্ণ পরিবেশে অতিবাহিত হয়েছে।

শনিবার বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ের অনুষ্ঠান। বাদ আসর সম্পূর্ণ শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ি মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। বর ও কনের সম্মতিতে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে ১০১টি বিয়ে সম্পন্ন হয়। ।

গত বৃহস্পতিবার ইজতেমা শুরুর আগের দিন থেকেই অভিভাবকরা বর ও কনের নাম তালিকাভুক্ত করেন। বিয়ের পর মূল বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধ জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশে-পাশের মুসল্লিদের খোরমা ও খেজুর দিয়ে মিষ্টিমুখ করানো হয়।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমান ধরা হয় দেড়শ তোলা রুপা বা এর সমমূল্য অর্থ (১ লাখ ৫হাজার টাকা)।

রোববার জোহরের নামাজের আগে যে কোন সময় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪দিন বিরতির পর আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ৩দিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ২০২০ সালের বিশ্ব ইজতেমা, সূত্র নয়া দিগন্ত।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) কাকরাইল মারকাজ পরিচালিত মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের পর আগামী ২০২০ সালের ২ পর্বের ইজতেমার তারিখ মাইকে ঘোষণা করা হয়।

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, আগামী বছরের ইজতেমার প্রথম ধাপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি

 

আরও খবরঃ ধর্ম ও জীবনবিশ্ব ইজতেমা

Tag: Positive news, positive news bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 8 =

Back to top button