Lead Newsকরোনাভাইরাস

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ২ কোটি ৯১ লক্ষাধিক মানুষ

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৫৪২ জন।

এছাড়া মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৬ হাজার ৮৭৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২১ হাজার ৮৪৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৮১ লাখ ৫০ হাজার ৪৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৫ হাজার ৭০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৩১১ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৬৩ লাখ ৮০ হাজার ৪৫৬ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৫২ লাখ ৭৮ হাজার ৭৫৩ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৫ লাখ ৬৮ হাজার ৮১৩ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এ ছাড়া চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৭৭ জন কুয়েতে ৮৯ হাজার ৪৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭৩ হাজার ৫১২, সিঙ্গাপুরে ৫৭ হাজার ১৪২, সুইজারল্যান্ডে ৪০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ১৫৮, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৯৬৭ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩১৫ জন সুস্থ হয়ে উঠেছে।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক নিউজ করোনাভাইরাস আপডেট

Positive News about Covid 19, Positive News about Covid 19

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =

Back to top button