পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে
এইচএসসি পরীক্ষার আলোচনা শেষ হতে না হতেই জন্ম দিয়েছে নতুন আলোচনার । এইচএসসি-সমমান পরীক্ষাতো হচ্ছেনা, কিন্তু ভর্তি পরীক্ষা ?
এইচএসসি-সমমানের পরীক্ষা না হলেও পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ ।
এইচএসসি-সমমানের পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। করোনা পরিস্থিতি এড়াতে অল্প সময়ের মধ্যে এ পরীক্ষা শেষ করার চিন্তাভাবনা চলছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি গুচ্ছ না কেন্দ্রীয় (ক্যাট) পদ্ধতিতে হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
দেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয় ক্যাট পদ্ধতিতে পরীক্ষা নিতে ইচ্ছুক। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চাচ্ছে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিতে। তারা বলছে, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন নিয়ে তারা কাজ শুরু করেছেন। আগামীকাল ১৫ অক্টোবর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক হবে। সেখানে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে এইচএসসি পরীক্ষা বাতিল হলেও পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে— এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবকরা। তাদের মতে, অপরিহার্য পরীক্ষা বাতিল হলো অথচ করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তোড়জোড় কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।
সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। তবে শীতের কারণে করোনার সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা পেছাতে পারে। সেক্ষেত্রে শীত শেষে অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চে পরীক্ষা নেয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলো যদি অপেক্ষা করতে না চায় তাহলে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ভর্তি পরীক্ষা হতে পারে। সেক্ষেত্রে সশরীরে শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত সিদ্ধান্ত আগামীকালের (১৫ অক্টোবর) বৈঠকে গৃহীত হতে পারে।
সর্বশেষ খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক নিউজ – কর্পোরেট নিউজ
Positive News App, Positive News App, Positive News App