জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে নবীজির রওজা
আগামী ১৮ অক্টোবর থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে। সেদিন থেকেই জিয়ারতকারীদের জন্য মদিনা শরিফে রাসূলের (সা.) রওজা খুলে দেয়া হবে বলেও জানা গেছে।
মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়েছেন। সেসময়ে হজ যাত্রীদের জন্য নীতি ও অন্যান্য পরিবর্তনের ঘোষণা দেন তিনি।
মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করার পর এ নিয়ে দ্বিতীয় ধাপে আড়াই লাখ স্থানীয় মানুষ ওমরাহ হজ পালন করতে পারবে।
হানি আল-ওমাইরি জানান, ১৮ অক্টোবর থেকে মদিনা শরিফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া পর্যায়ক্রমে ওমরাহ চালু হওয়ার দ্বিতীয় ধাপে পবিত্র দুই মসজিদে ছয় লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি জানিয়েছে, ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
হানি আল-ওমাইরি আরো জানান, এখন পর্যন্ত শুধুমাত্র সৌদির বাসিন্দাদের জন্য মক্কা ও মদিনায় যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে সৌদির বাইরের মুসলিমরা ওমরাহ হজ পালন ও রওজা জিয়ারত করতে পারবে। কতগুলো দেশ থেকে হাজিদের প্রবেশে অনুমতি দেয়া হবে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে তৃতীয় ধাপে কোন কোন দেশের নাগরিকরা ওমরাহ হজ পালন করতে পারবে সে বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে কর্তৃপক্ষ।
সদ্য প্রকাশিত খবর পেতে দেখুনঃ বিনোদনের খবর দেখুন – কর্পোরেট নিউজ
Positive News Article, Positive News Article