আন্তর্জাতিককরোনাভাইরাস

ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: যুক্তরাষ্ট্র ও স্পেনে জরুরি অবস্থা জারি

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) অন্তত ১৩৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় দেশে দেশে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে, বিমান ও গণপরিবহন চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। অন অ্যারাইভাল ভিসা বন্ধসহ ভ্রমণে অনেক দেশ নিষেধাজ্ঞা জারি করেছে।

পূর্বসতর্কতা হিসেবে অনেক দেশ স্কুল, কলেজ, মাদ্রাসসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাব সামাল দিতে জরুরি অবস্থা জারি করে যুক্তরাষ্ট্র ও স্পেন। এর সংক্রমণ রোধে বেশ কয়েকটি দেশ বড় ধরনের জনসমাগম, ক্রীড়া প্রতিযোগিতা বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে।

বিদেশ থেকে আসা ব্যক্তিদের স্বেচ্ছায় পৃথক থাকার (সেলফ-আইসোলেট) ওপর গুরুত্বারোপ করেছে কোনো কোনো দেশ। ইউরোপের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ইতালিতে ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি, আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স, সিএনএন, এপি ও এএফপির।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৪৮ জন। শনিবার পর্যন্ত বিশ্বে পাঁচ হাজার ৪৩৬ জন মারা গেছে। এর মধ্যে ইতালিতেই বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে।
সরকার গোটা দেশকে অবরুদ্ধ করে রাখলেও প্রতিদিন শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। চীনে করোনায় মোট তিন হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৫ হাজার ৫৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে মোট ৮০ হাজার ৮২৪ জন আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি : করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় তা সামাল দিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অবস্থার ঘোষণা দেন। হোয়াইট হাউস থেকে সরাসরি টেলিভিশনে ভাষণটি সম্প্রচার করা হয়। এর আগে বেশি মাত্রায় আক্রান্ত রাজ্যগুলোয় করোনা মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

রোনা রোধে ইউরোপের ২৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। শুক্রবার মধ্যরাত থেকে তার এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। আমেরিকানদের ঠিকমতো করোনা পরীক্ষার ব্যবস্থা করতে ব্যর্থতার জন্য সম্প্রতি প্রশ্নের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এ ভাইরাসে এক হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছে। ৪০ জনের মৃত্যু হয়েছে।

স্পেনে জরুরি অবস্থা ঘোষণা : স্পেনে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাফে ১০০ ছাড়িয়ে যাওয়ায় শনিবার থেকে জরুরি অবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৫ দিন এ জরুরি অবস্থা জারি থাকবে।

স্পেনের জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শনিবারের মধ্যে দেশটিতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে ১৫০০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৭৫৩ জনে দাঁড়িয়েছে।

গ্যালিসিয়া এবং কাতালোনিয়াসহ অন্য সব অঞ্চলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাদ্রিদ ও এর আশপাশের অঞ্চলের কর্তৃপক্ষ বেশির ভাগ পানশালা, রেস্তোরাঁ ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শুধু খাবারের দোকান, ফার্মেসি এবং পেট্রল স্টেশনগুলো খোলা রাখতে দেয়া হয়েছে।

ইতালিতে একদিনে সর্বোচ্চ ২৫০ মৃত্যু : করোনায় ইতালিতে একদিনে সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালির স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক আড়াইশ’ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা এক হাজার ২৬৬ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৬০ জন।

নিউজিল্যান্ডে প্রবেশকারীদের ‘সেলফ-আইসোলেট’ হতে হবে : করোনাভাইরাস নিউজিল্যান্ডেও হানা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় ব্যক্তি শনাক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, এ ভাইরাসের বিস্তার রোধে রোববার মধ্যরাত থেকে তার দেশে আসা প্রায় প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে। শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরও জানান, করোনা প্রতিরোধে তার সরকারের নেয়া এ নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা। কারণ সেখানে এখন পর্যন্ত এ ভাইরাস হানা দেয়নি।

করোনা প্রতিরোধে নেয়া নতুন এ পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর বলে তিনি বর্ণনা করেন। জনগণকে করমর্দন, কোলাকুলি ও নাকে নাক লাগানোর মতো অভিবাদন পরিহার করতে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, নতুন বিধিনিষেধের আওতায় মানুষ, পণ্য নয়। আকাশ ও নৌপথে অপরিহার্য পণ্য সরবরাহ স্বাভাবিকভাবে চলবে।

নেপালে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ : করোনার প্রাদুর্ভাব রুখতে সব দেশের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ করেছে নেপাল। একই কারণে ১৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে দেশটি।

শুক্রবার নেপালের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সব বিদেশির জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত থাকবে। নন-রেসিডেন্ট নেপালিদেরও ক্ষেত্রে তা করা হবে। আর নেপালের ভিসা নিয়ে কোনো বিদেশি গেলে তাকে অবশ্যই সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে এবং তা ত্রিভুবন বিমানবন্দরে ইমিগ্রেশনে দাখিল করতে হবে। নেপালে করোনা আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে।

সৌদি আরবে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত : করোনা ছড়িয়ে পড়ার পর সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সৌদি আরব। রোববার থেকে দেশটিতে কোনো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রোববার সৌদি আরবের সময় বেলা ১১টা থেকে বিমান চলাচল স্থগিত থাকবে।

তবে বিশেষ ক্ষেত্রে কিছু ফ্লাইটের অনুমতি দেয়া হতে পারে। এতে আরও বলা হয়েছে, বিমান চলাচল বাতিলের কারণে যেসব নাগরিক ও স্থায়ী বাসিন্দা অন্য দেশ থেকে সৌদি আরব ফিরতে পারবেন না বা কোয়ারেন্টিন থেকে সৌদি আরবে ফিরবেন তাদের জন্য এই দুই সপ্তাহ বিশেষ সরকারি ছুটি হিসেবে বিবেচনা করা হবে। সৌদি আরবে আসা সব ব্যক্তিকে করোনা প্রতিরোধে করণীয় পদক্ষেপ হিসেবে পরীক্ষা ও বিচ্ছিন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছিল সৌদি আরব। সৌদি আরবে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।

ইরানে বিপ্লবী গার্ডের জেনারেলের মৃত্যু : ইরানের এলিটফোর্স বিপ্লবী গার্ডের একজন সিনিয়র কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন। লে. জেনারেল নাসের শা’বানি ইসলামী বিপ্লবী গার্ডে (আইআরজিসি) ৩৭ বছর ধরে কর্মরত ছিলেন। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহে আইআরজিসির কমান্ডার ছিলেন শা’বানি। ইসলামিক প্রজাতন্ত্রের শুরুর দিকে বামপন্থীবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের নেতৃত্বও দেন শা’বানি।

করোনার মহামারী আঘাত হানার পর ইরানের বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ ও ধর্মীয় নেতার মৃত্যু হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দু’জন ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। প্রেসিডেন্ট হাসান রুহানির প্রথম ডেপুটি এস’হাক জাহাঙ্গীরী এবং বেশ কয়েকজন মন্ত্রীর পাশাপাশি বহু সংসদ সদস্যও সংক্রমিত হয়েছেন।
ইরানে একদিনে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১১ জনে। এছাড়া আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯২ জনে।

ভারতের বিপর্যয় ঘোষণা : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত সরকার। ভাইরাসটিতে সংক্রমিত এবং আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং সহায়তা দেয়ার লক্ষ্যে এই পদক্ষেপকে ‘একটি বিশেষ এককালীন ব্যবস্থা’ বলা হয়।

করোনার সংক্রমণ স্বাস্থ্যগত জরুরি অবস্থা নয় এবং এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমে ব্রিফিং করার পর এ ঘোষণা করা হল। এখন এ ঘোষণার কারণে প্রতিটি রাজ্যে দুর্যোগ মোকাবেলা তহবিল (এসডিআরএফ) থেকে ক্ষতিগ্রস্তদের অর্থ বরাদ্দ করা হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তিদের চার লাখ ভারতীয় রুপি দেয়া হবে।
এছাড়া আক্রান্তদের চিকিৎসার জন্য কত করে বরাদ্দ করা হবে তা নির্ধারণ করবে রাজ্য সরকার। আক্রান্ত ও কোয়ারেন্টিনে শিবিরে থাকা ব্যক্তিদের অস্থায়ীভাবে থাকা, খাওয়া, পানি, পোশাক এবং চিকিৎসা সুবিধা দেবে সরকার। অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র এবং পুলিশ, চিকিৎসাকর্মী এবং নগর কর্তৃপক্ষের সুরক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তহবিল ব্যবহার হবে।
করোনায় ভারতে ৮৪ জন আক্রান্ত এবং দু’জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশটি বেশকিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
যুক্তরাজ্যে সদ্যোজাত শিশু করোনায় আক্রান্ত : যুক্তরাজ্যে সদ্যোজাত এক শিশু করোনায় সংক্রমিত হয়েছে। কয়েকদিন আগে শিশুটির মাকে লন্ডনের নর্থ মিডলসেক্স হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় ভুগছেন এমন সন্দেহ থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জন্মের পর শিশুটি করোনায় আক্রান্ত হয়। ভূমিষ্ঠ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তার করোনা পরীক্ষা করা হয়। শিশুটি কীভাবে করোনা সংক্রমিত হয়েছে সেটি জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে তাদের ধারণা, শিশুটি গর্ভে থাকতেই অথবা ভূমিষ্ঠ হওয়ার সময় করোনা সংক্রমিত হয়েছে।
শনিবার পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯৮ জনে পৌঁছেছে। এছাড়া প্রাণ হারিয়েছেন ১০ জন।

 

আরও খবর পেতে ক্লিক করুনঃ ক্যারিয়ার বাংলা নিউজবাংলা ভাইরাল নিউজ

Positive news bangla, Positive news bangla,Positive news bangla, Positive news bangla,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 8 =

Back to top button