ধর্ম ও জীবন

বার্লিন শহরে জার্মান তরুণীর বিনামূল্যে কোরআন বিতরণ 

Bangla Positive News:

পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। ইসলাম ধর্ম মতে এটি আল্লাহর বাণী। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে হজরত মুহাম্মদ (সা.) এর নিকট অবতীর্ণ হয় পবিত্র কুরআন।  যুগে যুগে মনীষীরা ইসলামের সেবা করে যাচ্ছেন।

জার্মানির রাজধানী বার্লিনের একটি হোটেলের সামনে অনেক দিন ধরে বিনামূল্যে কোরআন বিতরণ করছিলেন জোহরা নামের একজন মুসলিম তরুণী। জার্মানির কয়েকটি ফেসবুকে পেজে এ ছবিটি শেয়ার করার পর ভাইরাল হয়ে যায়।

জামানির ইউনিসিও নামের একটি ফেসবুক পেজ জানায়। তিনি প্রতি সপ্তাহের একদিন কোরআন বিতরণ করতে জার্মানির এ হোটেলটির সামনে আসেন। বিনামূল্যে কুরআন বিতরণ করেন, সূত্র ডেইলি বাংলাদেশ।

জার্মানির ১৬টি রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রাৎসিয়ন। তাদের তথ্য অনুযায়ী ৮০০ স্কুলে ৫৪ হাজার শিক্ষার্থী স্কুলে ইসলাম ধর্ম পড়ছে।

দু’বছর আগে যেখানে ৪২ হাজার শিক্ষার্থী এ সুযোগ পেত, সেই তুলনায় ১২ হাজার অন্তত বেড়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রাৎসিয়ন। তবে তারা মনে করে, আরো অন্তত দশগুণ শিক্ষার্থী আগ্রহ থাকা সত্ত্বেও স্কুলে ইসলাম ধর্ম পড়ার সুযোগ পাচ্ছে না৷

প্রথমত, ইসলাম ধর্ম পড়ানোর মতো শিক্ষক প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার কোনো শ্রেণিতে অন্তত ১২ জন শিক্ষার্থী ধর্মীয় এ বিষয়টি পড়তে আগ্রহী না হলে এবং সেই আগ্রহের কথা তারা লিখিতভাবে না জানালে কোনো স্কুলের এ বিষয়ে উদ্যোগী হওয়ার সুযোগও নেই৷

 

 

আরও খবরঃ ধর্ম ও জীবনজার্মানির বার্লিন

Tag: Bangla Positive News, Positive News Bangla

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =

Back to top button