রাজনীতি

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগের সভাপতি বিএনপির সম্পাদক

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এএম আমিন উদ্দিন সভাপতি ও মো. রুহুল কুদ্দুস কাজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১৪ পদের মধ্যে সভাপতি, সহসভাপতি (১), সহসম্পাদক (২) ও সদস্য (২) নিয়ে মোট ছয়টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল।

আর বিএনপিসমর্থিত নীল প্যানেল সহসভাপতি (১), সম্পাদক, কোষাধ্যক্ষ ও পাঁচজন সদস্যসহ মোট আটটি পদে জয় পেয়েছে।

আমিন উদ্দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন তিন হাজার ৩৭০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন দুই হাজার ৪৫৭ ভোট। আমিন উদ্দিন ৯১২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে রুহুল কুদ্দুস কাজল বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন তিন হাজার ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শাহ মুনজুরুল হক পেয়েছেন দুই হাজার ৮১১ ভোট।

শুক্রবার সকালে ফল ঘোষণা করেন সুপ্রিমকোর্ট বারের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী পেয়েছেন তিন হাজার ৩২৯ ভোট। দুটি সহসভাপতি পদের একটিতে আওয়ামী লীগসমর্থিত মো. মনিরুজ্জমান, অন্যটিতে বিএনপিসমর্থিত মো. আব্দুল জব্বার বিজয়ী হয়েছেন।

সহসম্পাদকের দুটি পদে আওয়ামী লীগসমর্থিত মো. ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া জয় পেয়েছেন।

নীল প্যানেলের সদস্য পদে আইনজীবী মার-ই-উম খন্দকার, মোহাম্মদ মোহসিন কবির, মো. মোহাদ্দেস উল ইসলাম (টুটুল), মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন), অ্যাডভোকেট আমিরুল ইসলাম (খোকন) জয়ী হয়েছেন।

 

আরও খবর দেখুনঃ ফ্যাশন নিউজভাইরাল নিউজ 

Positive News Breaking, Positive News Breaking

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Back to top button