করোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনার দ্বিতীয় ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ভাইরাসের পরীক্ষামূলকের প্রয়োগ শুরু করার ছাড়পত্র দেওয়া হলো যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি বায়োটেক সংস্থাকে। ইনোভিও ফার্মাসিউটিক্যালস নামের ওই সংস্থার তৈরি করোনার প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে ৪০ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর ‌শরীরে। পরীক্ষাটি সফল হলে পরবর্তী সময়ে করোনা মোকাবিলায় ভ্যাকসিনটি ব্যবহার করা হবে। মানুষের শরীরে গতকাল সোমবার এ প্রতিষেধক প্রয়োগ শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রস্তুতকারক ইনোভিও ফার্মাসিউটিক্যালস।

ইনোভিও ফার্মাসিউটিক্যালসকে এ কাজে আর্থিক সহায়তার জন্য এগিয়ে এসেছে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এ খবর জানিয়েছে।

করোনার এ প্রতিষেধকের নাম দেওয়া হয়েছে আইএনও–৪৮০০। এটি যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ করা দ্বিতীয় সম্ভাব্য প্রতিষেধক। এর আগে, গত মাসে ম্যাসাচুসেটসের একটি বায়োটেক সংস্থা পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছিল।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ভ্যাকসিনগুলো মানুষের শরীরে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেটি বোঝার জন্য অন্তত এক বছর লাগবে। ভ্যাকসিনগুলো মানুষের জন্য আদৌ যথেষ্ট নিরাপদ কি না, সেটিও এ সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে।

সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের ফলে এখন একাধিক দেশ রোগের প্রতিষেধক খুঁজছে। দিনরাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

তিনটি জিনিস পালনে ডব্লিউএইচওর পরামর্শ

বাসায় যাঁরা ঘরবন্দী জীবন যাপন করছেন, এমন মানুষদের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশিকা প্রকাশ করেছে। সেই নির্দেশিকায় তিনটি নিয়ম মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এগুলো হলো—এক. উদ্বেগ এড়াতে সারাক্ষণ করোনা বিষয়ের খবর দেখা বন্ধ রাখতে হবে; দুই. করোনা থেকে কীভাবে নিজেকে সুস্থ রাখা যাবে, এ ব্যাপারে তথ্য জোগাড় করার দিকে জোর দিতে হবে এবং একটি নির্দিষ্ট সময় অন্তর তথ্য সংগ্রহ করতে হবে।

 

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক নিউজভ্রমণ নিউজ 

Positive News, Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Back to top button