ধর্ম ও জীবন

নামাজিদের ফ্রিতে চা পান করান এই বৃদ্ধ

ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়। আর এ ধর্মে সেবা একটি গুরুত্বপূরণ বিষয়। আল্লাহর হক ও বান্দার হক পালন বা সেবা করা ইসলামে বেশ প্রাধান্য দেয়া হয়েছে। ধর্মটি মানবজাতিকে দয়ালু ও উদার হতে শিক্ষা দেয়। এছাড়া মহান আল্লাহতায়ালা উদার ব্যক্তিদের বেশি পছন্দ করেন।

পবিত্র কুরআনের সূরা বাকারা’র ২৬২ আয়াতে আল্লাহপাক বলেন, যারা আল্লাহর পথে নিজের ধন-সম্পদ ব্যয় করে এবং নিজেদের অনুগ্রহের কথা প্রকাশ করে না, আর কাউকে কষ্ট দেয় না, তাদের জন্য প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে এবং তাদের ভয় নেই।

মহান আল্লাহতালার প্রেরিত রাসূল ও ইসলামের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মধ্যে সবচেয়ে বড় উদার ব্যক্তি ছিলেন। শত্রুরাও তার কাছ থেকে উদারতা ছাড়া আর কিছু আশা করতো না। কারণ তাদের প্রতিও তিনি দয়াবান ছিলেন।

আর মহানবীর অনুসারীরা সব সময় উদারতার পরিচয় দেন। এরইমধ্যে রাসূলে পাক (সা:) এর স্মৃতিবিজড়িত শহর মদিনাতে এক অন্যরকম উদার ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তিনি ঐতিহাসিক কুবা মসজিদের সামনের সড়কে বসে ফ্রিতে মুসল্লিদের চা ও মিষ্টান্ন পরিবেশন করেন। এ সময় তার আশেপাশে কে বা কারা রয়েছেন, তা লক্ষ্য রাখেন না।

বৃদ্ধ প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাক্সে চা ও প্রচুর কাপ নিয়ে বসেন। নামাজ পড়তে আসা মুসল্লি বা দর্শনার্থীদের চা পরিবেশন করেন তিনি। লোকটি বিনিময়ে কোনো টাকা নেন না। তার অসাধারণ কাজে প্রত্যেক মানুষ মুগ্ধ হন।
মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর অনুসারী হিসেবে সবার সঙ্গে সদাচরণ করা, সহায়তা করা উচিত। সবার উচিত, যেকোনো সমস্যায় সবার পাশে দাঁড়ানো।

 

আরও নতুন খবর পেতে দেখুনঃ ধর্ম ও জীবনসম্মান ও স্বীকৃতি 

Positive news info, Positive news info

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =

Back to top button