রাজনীতি

অগোছালো দল নিয়েও নির্বাচনে ভালো করেছে বিএনপি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের রাজনীতিতে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমাদের দলের যে অবস্থা, তাতে এত কম ভোট আসার কথা নয়।’ তিনি আরো বলেন, ‘বিএনপিও নির্বাচনে ভালো করেছে। এটি গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। এলোমেলো নেতৃত্ব ও অগোছালো দল নিয়েও বিএনপি ভালো করেছে। তারাও অনেক ভোট পেয়েছে।’

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সরাসরি সচিবালয়ে নিজ দপ্তরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে কম ভোটার উপস্থিতির বিষয়টি ভাবনার। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী দেশে এলে এ বৈঠক হবে। তিনি যাওয়ার আগে আমাকে ওয়ার্কিং কমিটির বৈঠক আহ্বানের বিষয়ে বলে গেছেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘ভোটের সময় লাগাতার তিন দিন ছুটি থাকায় অনেকে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। এটাও ভোটার কম হওয়ার কারণ হতে পারে।’

ভোটের সময় ইভিএম নিয়ে বিএনপি নেতিবাচক প্রচারণা চালিয়েছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

এদিকে ভোট দেওয়ার সময় ইভিএমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আঙুলের ছাপ না মেলায় তাঁকে ম্যানুয়ালি ভোট দিতে হয়ে—এ প্রসঙ্গে ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে সিইসিই ভালো জবাব দিতে পারবেন।’

নিজেদের দুর্বলতার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সাংগঠনিক দুর্বলতাও ছিল। কমিটিগুলো ভোটারদের আনতে পারেনি। আমরা এ ভুল ও দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’

সেতুমন্ত্রী বলেন, ‘ভুলত্রুটি হলে সার্বিকভাবে নির্বাচন ভালো হয়েছে, সহিংসতামুক্তই হয়েছে। এ অর্থে এটি একটি ভালো নির্বাচন।’

গত ৩১ জানুয়ারি ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথমে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে করোনারি আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুরে দুই মাসব্যাপী চিকিৎসাধীন থেকে গত বছরের ১৫ মে দেশে ফেরেন ওবায়দুল কাদের।

তার আগে গত বছরের ৩ মার্চে গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন কাদের। সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং ওই বছরের ২০ মার্চ বাইপাস সার্জারি করা হয়।

ক্যাপশন

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

 

আরও খবর পেতেঃ তথ্যপ্রযুক্তিখেলাধুলা

positive news, positive news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =

Back to top button