Lead Newsআইন ও বিচার

বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের ঘটনার সব আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের মামলায় মাঈন উদ্দিন শাহেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । এ নিয়ে এ ঘটনায় অভিযুক্ত ১০ জনই গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় গ্রেফতারকৃত আরও তিন আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। নির্যাতিতা ওই গৃহবধূর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত তিন আসামি সাজু, সোহাগ ও নূর হোসেন রাসেলকে হাজির করা হয়।

শুনানি শেষে দুটি পৃথক মামলায় সাজুর তিন দিন করে ছয়দিন এবং পর্নোগ্রাফি মামলায় রাসেল ও সোহাগের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন ৩নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক। এ নিয়ে ঘটনায় গ্রেফতারকৃত সাত আসামিকে রিমান্ডে আনা হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিকেলে নির্যাতিতাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ হাকিম নবনীতা গুহর আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ হাকিম ২২ ধারায় ওই নারীর জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নির্যাতিতা ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন তার সাবেক স্বামী । এ সময় অপরিচিত লোক দাবি করে তাকে বেঁধে ফেলে স্থানীয় ওই বখাটেরা। পরে ঘরের ভেতর ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে চালায় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে।

আরও খবর পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরীদেশবাংলা

Positive News Latest, Positive News Latest, Positive News Latest

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =

Back to top button