করোনাভাইরাসজাতীয়

করোনা পরীক্ষার ১৭টি ল্যাবের ঠিকানা ও ফোন নাম্বার

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করতে সারাদেশে নতুন ১৭টি ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩০ মার্চ) দুপুরে করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এই কথা জানান।

জাহিদ মালেক বলেন, আমাদের ইতোমধ্যে ১১টি ল্যাব কাজ করছে প্রায়..আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও ১৭টি নতুন ল্যাব স্থাপন করব। যাতে চিকিৎসা করতে পারে, তাড়াতাড়ি পরীক্ষা করতে পারে। টেকনিশিয়ান ও অন্যান্য যারা স্যাম্পল কালেকশন করে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কাজেই পরীক্ষার পরিধি আমরা বৃদ্ধি করেছি।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন হাসপাতালে ২০০টি নতুন আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে; যার মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধাও রয়েছে।

দেশে কোভিড-১৯ পরীক্ষায় পর্যাপ্ত টেস্ট কিট রয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে সংশয় প্রকাশ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিটস আর পরীক্ষার অভাব নাই, পিপিইওর অভাব নাই- এমন তথ্য দিলে জনগণ আশ্বস্ত হয়।

করোনা ভাইরাস শনাক্ত করতে এখন ১৭ ল্যাবে পরীক্ষা চলছে। আক্রান্ত হওয়ার লক্ষণগুলো নিজের মধ্যে পাওয়া গেলে আর দেরি না করে পার্শ্ববর্তী ল্যাবে ফোন দিয়ে জানান। আর তারাই আপানার নমুনা সংগ্রহ করবেন।

দেশে যে ১৭টি ল্যাবে কোভিড শনাক্তকরণে কাজ চালু হচ্ছে সেই ল্যাবের নাম ও ফোন নাম্বার দেওয়া হলো:-

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা। যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা। যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম। যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা। যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা। যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা। যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা। যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর। যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী। যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। যোগাযোগ: 0821-713667

১। খুলনা মেডিকেল কলেজ, খুলনা। যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার। যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা। যোগাযোগ: 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। যোগাযোগ: 01866-63748

 

আরও খবর পেতে দেখুনঃ পজিটিভ ভিডিওপ্রবাস নিউজ 

Positive News, Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twenty =

Back to top button