করোনা আতঙ্কের মধ্যেও সব মসজিদে খোলা রাখবে পাকিস্তান
পাকিস্তানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে এখনই জুমার জামাত বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার সকালে পাকিস্তান ওলামা কাউন্সিলের শীর্ষ আলেমরা করোনার কারণে জুমার জামাত বন্ধ রাখার পক্ষে মত দিয়েছিলেন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতিতে মসজিদে জুমার নামাজ না পড়ার ফতোয়া দেন তারা।
এর আগে সোমবার দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা থেকে রক্ষা পেতে সবার মুক্তির জন্য মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখারও অনুরোধ জানান তিনি।
পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও আলেমদের কাছে খুতবা ও নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন। পাঞ্জাব ও সিন্ধুপ্রদেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৩৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার নতুন করে পাঁচজনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে পাকিস্তানজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এ ভাষণে নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে পাকিস্তান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও আলেমদের কাছে খুতবা ও নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন।
যদিও রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল আলইয়ানির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইরানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেন। এছাড়া, বেলুচিস্তানে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইরান সীমান্তবর্তী বেলুচিস্তানের তাফতান নগরে ইতোমধ্যে একটু জরুরি স্বাস্থ্য কেন্দ্র এবং কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, তাফতানের কন্ট্রোল রুমে ইতমধ্যে দু’জন চিকিৎসক কাজ করছেন। সীমান্ত বিভিন্ন মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ‘থার্মাল গান’সহ সাতজন চিকিৎসকের একটি দল নিয়োজিত রয়েছেন।
আরও নতুন খবর পেতে দেখুনঃ সংবাদ বিজ্ঞপ্তি – বাংলা শোবিজ নিউজ
Positive News, Positive News