রাজনীতি

ভোটে আহত সাংবাদিক ও যুবদল নেতাকে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

সাংবাদিকের ওপর হামলার সময় কারা সেখানে ছিল, কারা হুকুম দিয়েছে, সব তথ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণের বিএনপির পরাজিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে শুরুর দিকে এগিয়ে থাকলেও জালিয়াতি করে মিডিয়া ক্যুর মাধ্যমে ফল পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনের দিন হামলায় আহত আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তা‌ফিজুর রহমান সুমন ও যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনকে দেখতে এসে তাঁরা এই অভিযোগ করেন। তাঁরা এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁরা বলেন, সংবাদকর্মীদের ওপর হামলাই প্রমাণ করে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল।

ঢাকা উত্তরের পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার সময় কারা সেখানে ছিল, কারা হুকুম দিয়েছে—সব তথ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এ রকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরো বেশি দূরে ঠেলে দেয়। এখন উনারা যদি সবার পক্ষে হয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসেন, তাহলে আমি মনে করি পুরো বাংলাদেশই আশ্বস্ত হবে।’

তি‌নি আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিশ্রুতির সঙ্গে কর্মের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।’

ঢাকা দক্ষিণের পরাজিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের দিন যে সাংবাদিকরা দায়িত্ব পালন করছিলেন, তাঁরা যখন ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করছিলেন, তখন তাঁদের ওপর এমন ন্যক্কারজনক হামলা চালানো হয়। এটা জাতির কাছে একদম পরিষ্কার, কী হয়েছে সেদিন। আগামীকাল সেটা আমরা আরো বিস্তারিত তুলে ধরব। আজকে আমরা আহত সাংবাদিকদের প্রতি সহানুভূতি জানাতে এসেছিলাম।’

ইশরাক আরো বলেন, ‘নির্বাচনের তিন-চার দিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিল, সেখানেও তিনজন সাংবাদিক আহত হন। সে ঘটনায়ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ সময় উপ‌স্থিত ছিলেন বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী ক‌‌মিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. ‌মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পি চেয়ারপারসনের মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান প্রমুখ।

ক্যাপশন ১: ভিডিও ১২ সেকেন্ড

ঢাকা সিটি নির্বাচনে দায়িত্ব পালনকালে আহত সাংবাদিক ও যুবদল নেতাকে দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন ঢাকা উত্তর ও দক্ষিণের বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। ছবি : এনটিভি

ক্যাপশন ২:

ঢাকা সিটি নির্বাচনে দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা উত্তর ও দক্ষিণের বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। ছবি : সাইফুল সুমন

 

আরও খবর পেতেঃ ভাইরালশিল্প ও বাণিজ্য

positive news, positive news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Back to top button