পরিবার হারা শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
সাতক্ষীরায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পরিবারের বেঁচে থাকা একমাত্র শিশুটির দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিশু মারিয়ার দায়িত্ব নেন তিনি। আপাতত স্থানীয় নারী ইউপি সদস্য নাসিমা খাতুনকে শিশুটির দেখভালের দায়িত্ব দিয়েছেন ডিসি।
সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল বলেন, নির্মম ও নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন এক পরিবারের স্বামী-স্ত্রী, ছেলে-মেয়েসহ চারজন। তবে খুনিরা চার মাসের শিশুটিকে হত্যা করেনি। সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়।
তিনি বলেন, শিশুটির পরিবারে এখন আপনজন বলতে কেউ নেই। শিশুটির দায়িত্ব নিয়েছি আমি। আপাতত দেখাশোনার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি এবং সাময়িকভাবে দেখভাল করতে অনুরোধ করেছি। পরবর্তীতে অভিভাবকরা দাবি করলে আইনগতভাবে সমাধান করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতের কোনো এক সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েসহ ৪ জনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক মো. শাহীনুর রহমান (৪০) তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (৯) ও মেয়ে তাসমিন সুলতানা (৬)। সৌভাগ্যবশত সেসময় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায় ৪ মাসের শিশু মারিয়া।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘কলারোয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারের জীবিত একমাত্র চার মাসের কন্যা শিশুর দায়িত্ব নিয়ে আপাতত দেখাশোনার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুনের কাছে রাখা হয়েছে। তাকে সাময়িকভাবে দেখভাল করতে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে অভিভাবকরা দাবি করলে আইনানুগভাবে সমাধান করা হবে।’
আরও সংবাদ পেতে চোখ রাখুনঃ লাইফ স্টাইল – আন্তর্জাতিক নিউজ
Positive News Sites, Positive News Sites