সীমান্তে চার জেলেকে ধরে নিয়ে বিএসএফের নির্যাতন
রাজশাহী পবা উপজেলায় সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নির্যাতনের শিকার জেলেদের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।
নির্যাতনের শিকার এ জেলেদের বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক হবে।
নির্যাতনের শিকার জেলেরা- পবা উপজেলার গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল। খবর আমার সংবাদের।
পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, মাছ ধরার সময় বুধবার ভোরে পদ্মা নদী থেকে ওই চার জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। সীমান্ত এলাকায় মাছ ধরার কারণে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের পর বুধবার সন্ধ্যার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়। এরপর তারা বাড়ি ফিরে এলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, “সীমান্তবর্তী এলাকা থেকে চারজন জেলেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা বিএসএফের সাথে এ বিষয়ে কথা বলার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছি।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ২টার দিকে সীমান্তে পতাকা বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকটি স্থগিত হয়েছে। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৩ অক্টোবর) পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে।”
চেয়ারম্যান বলেন, বিএসএফ এ চার জেলেকে ছেড়ে দিলেও তাদের দু’টি নৌকা দেয়নি। মোট ৩টি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিলো। এর মধ্যে একটি নৌকায় করে জেলেদের পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভাল দু’টি নৌকা বিএসএফ দেয়নি।
আরও খবর দেখুনঃ খোলা জানালা – কর্পোরেট নিউজ
Best Positive News Sites, Best Positive News Sites