করোনাভাইরাস : গুজব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সতর্কতা
করোনাভাইরাসে আতঙ্কিত হয়ে উঠছে গোটা বিশ্ব। মানুষের স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে তৈরী হয়েছে স্থবিরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে গুজব। সক্রামক এ রোগটি কিভাবে ছড়ায়, এর নিরাময় কিভাবে সসম্ভব তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য তথ্য দেখা যায়। এসব তথ্য কতটা সঠিক তা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। তাদের ওয়েব সাইটে জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াও কোন তথ্যই সঠিক নয়।
চীন থেকে আসা চিঠিপত্র ও প্যাকেট কতটা নিরাপদ?
এর মধ্যে কোনো ঝুঁকি নেই। চীন থেকে আসা খাম, চিঠিপত্র বা মোড়কে আসা সামগ্রী ধরলে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। আগের অভিজ্ঞতায় বিজ্ঞানীরা দেখেন, খাম, চিঠি বা মোড়কের মত বস্তুর ওপর করোনাভাইরাস খুব বেশি সময় বাঁচতে পারে না।
পোষা প্রাণী থেকে করোনাভাইরাস ছড়াতে পারে?
বাড়িতে কুকুর-বিড়াল পোষেন অনেকেই। এ ধরনের প্রাণীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ গবেষকরা এখনও পাননি। তবে পোষাপ্রাণীর সংস্পর্শে আসার পর অবশ্যই সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তাতে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ই-কোলাই ও সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করা সহজ হবে।
নিউমোনিয়ার টিকা নিলে করোনাভাইরাস থেকে বাঁচা যাবে?
না। নিউমোনিয়ার জন্য ব্যবহৃত নিউমোককাল ভ্যাকসিন বা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার বি (এইচআইবি) টাইপের টিকা করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয় না। তবে শ্বাসতন্ত্রের বিভিন্ন অসুখ থেকে সুরক্ষায় জন্য টিকা নেওয়া জরুরি।নভেল করোনাভাইরাস একটি নতুন এবং আলাদা ধরনের ভাইরাস এবং এর জন্য নতুন করেই প্রতিষেধক তৈরি করতে হবে।
লবণ পানি বা স্যালাইনে নিয়মিত নাক ধুলে নতুন করোনাভাইরাসের সংক্রমণ এড়ানো যাবে?
না, করোনাভাইরাসে এর কার্যকারিতার কোনো প্রমাণ বিশেষজ্ঞরা পাননি।স্যালাইন বা লবণ পানিতে বার বার নাক ধুয়ে কারও কারও সর্দি থেকে দ্রুত মুক্তি মেলার খবর তারা শুনেছেন। কিন্তু এ পদ্ধতি শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে সুরক্ষা দেবে- এমন ভাবার কোনো কারণ নেই।
মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো যাবে?
কিছু ব্র্যান্ডের মাউথওয়াশ মুখের লালায় থাকা রোগজীবাণু দূর করতে পারে। তবে তা কার্যকর থাকে খুব সামান্য সময়ের জন্য। আর মাউথওয়াশে কুলকুচি করে ২০১৯-এনসিওভির সংক্রমণ রোধ করা যাবে না। অন্তত তেমন কোনো প্রমাণ এখনও গবেষকরা পাননি।
রসুন খেলে করোনাভাইরাস সেরে যাবে?
রোগ-বালাই থেকে সুরক্ষা দেওয়ার কিছু গুণ রসুনের মধ্যে আছে। তবে রসুন খেয়ে নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত কেউ ভালো হয়ে গেছেন- এমন প্রমাণ এখনও বিজ্ঞানীরা পাননি।
গায়ে তিলের তেল মাখলে সুরক্ষা মিলবে?
একেবারেই না। তিলের তেল নতুন করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারে না। ব্লিচ, ক্লোরিন থেকে বানানো সংক্রমণ নিবারক, ৭৫ শতাংশ ইথানল, প্যারাসেটিক এসিড ও ক্লোরোফর্মের মত কিছু রাসায়নিক কোনো কিছুর গায়ে লেগে থাকা ২০১৯-এনসিওভি ভাইরাস ধ্বংস করতে পারে। তবে এসব রাসায়নিক গায়ে মেখে থাকলে
আরও খবর পেতেঃ আন্তর্জাতিক – স্বাস্থ্য টিপস
positive news, positive news