শিক্ষাঙ্গন
অনুমোদন পেলো আরও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়
মন্ত্রিসভার বৈঠকে কুড়িগ্রামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’। এটি হলে দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হবে ৪৯টি। বর্তমানে ৪৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অবশ্য দুটি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে উপাচার্য নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৭টি।
বৈঠকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, সরকারি ঋণ আইন এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
আরও খবর পেতে দেখুনঃ বিচিত্র বাংলা নিউজ – খোলা জানালা
Positive News University, Positive News University