শিল্প ও বাণিজ্য

বাণিজ্য মেলায় ১০০ টাকায় মিলছে হিজাব

এবারের ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০০ টাকায় ওড়না অথবা হিজাব পাওয়া যাচ্ছে। ৩০০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে গ্রাউন্ড আর ২০০ টাকায় মিলছে ওয়ান পিস। মেলা প্রাঙ্গণে একাধিক প্রতিষ্ঠান স্টলে কাগজে লেখা স্টিকার ঝুলিয়ে এভাবে ওড়না-হিজাব, গ্রাউন্ড এবং ওয়ান পিস বিক্রি করছেন।

ব্যবসায়ীদের দাবি, ওড়না-হিজাব, গ্রাউন্ড এবং ওয়ান পিস প্রতিটি পণ্যই মেলায় প্রকৃত দামের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। এতে বিক্রি বেশি হচ্ছে। ফলে পিস প্রতি মুনাফা কম হলেও সার্বিকভাবে মুনাফা বেশি হচ্ছে।

অন্য দিকে কম দামে ওড়না-হিজাব, ওয়ান পিস, গ্রাউন্ড কিনতে পেরে বেশ খুশি মেলার এক শ্রেণির ক্রেতারা। তারা বলছেন, মার্কেট থেকে নিম্ন মানের ওড়না কিনতে গেলেও ১৫০ টাকা লাগে। ৪০০-৫০০ টাকার নিচে ওয়ান পিস গ্রাউন্ড পাওয়া যায় না। সে হিসাবে এখানে কম দামেই বিক্রি করা হচ্ছে।

তবে কোনো কোনো ক্রেতা-দর্শনার্থীর অভিযোগ, মেলায় যে মানের ওড়না, ওয়ান পিস, গ্রাউন্ড বিক্রি হচ্ছে তা রাজধানীর নিউমার্কেট-গাউসিয়া মার্কেটের ফুটপাতে বিক্রি হয়। সেখানেও এসব পণ্যের দাম এমনি। বাসায় ব্যবহারের জন্য সাধারণত এসব কেনা হয়।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ১০০ টাকার ওড়না, ২০০ টাকার ওয়ান পিস এবং ৩০০ টাকার গ্রাউন্ড বিক্রি করছে যেসব প্রতিষ্ঠান, তার প্রতিটিতে নারী ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। এদের বেশিরভাগই বেশ আগ্রহ নিয়ে একাধিক ওড়না, ওয়ান পিস, গ্রাউন্ড কিনছেন, সূত্র জাগো নিউজ

 

আরও খবর পেতেঃ আন্তর্জাতিকশিল্প ও বাণিজ্

prothom alo bd, prothom alo bd news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 15 =

Back to top button