Lead Newsআন্তর্জাতিক

মুসলিম গণহত্যার দায়ে আদালতের কাঠগড়ায় সু চি

Rohingya News:  সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলার শুনানিতে আজ বুধবার গণহত্যার দায় এড়াতে নিজ দেশের পক্ষে সাফাই গাইবেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি।

মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে জাতিসংঘের শীর্ষ এই আদালতে সাবেক গণতন্ত্রের প্রতীক সু চিকে রোহিঙ্গা গণহত্যা বন্ধের আহ্বান জানায় মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন সু চি; কিন্তু এখন সেই সেনাবাহিনীর পক্ষ নিয়েই গণহত্যার দায় এড়াতে আন্তর্জাতিক বিচারিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীকে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রক্তাক্ত এক সামরিক অভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষকে দেশ ত্যাগে বাধ্য করে মিয়ানমার সেনাবাহিনী। রক্তাক্ত এই অভিযানে ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, জ্বালাও-পোড়াও চালানো হয়। প্রাণে বাঁচতে সেই সময় রোহিঙ্গাদের ঢল নামে প্রতিবেশি বাংলাদেশে। পশ্চিম আফ্রিকার ক্ষুদে মুসলিম দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের উৎসাহে গণহত্যার দায়ে মামলা করে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে তোলে।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হবে। মিয়ানমার রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান পরিচালনা করেছিল; আন্তর্জাতিক বিচারিক আদালতকে সু চি এমন তথ্যই জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এমনকি তিনি বলতে পারেন, যেহেতু রক্তাক্ত অভিযানের ব্যাপারে মিয়ানমার অভ্যন্তরীণ তদন্ত করছে, সেহেতু এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের বিচার করার কোনো এখতিয়ার নেই, সুত্র জাগো নিউজ।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, বুধবার আন্তর্জাতিক বিচারিক আদালতে দেশের হয়ে সু চির যুক্তি উপস্থাপন ইয়াঙ্গুনে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করবে দেশটির সরকারি কর্মকর্তারা। এতে ব্যাপক জনসমাগম হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০১৬ সালে দেশটির নির্বাচনে ভূমিধস জয় পেয়ে ক্ষমতায় আসা সু চির জনপ্রিয়তা দেশটিতে এখন আকাশচুম্বী।

মামলার বাদী গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বকর তামবাদু বলেছেন, মিয়ানমার কোনো ধরনের ভুল করেনি বলে অতীতের মতো একই কথা যদি সু চি আজ আবারও বলেন তাহলে সেটি হবে প্রচণ্ড হতাশাজনক।

 

আরও জানতেঃ চলমান রাজনীতিঅত্যাচারী শাসক অং সান সু চি

Tag: Rohingya News,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =

Back to top button