তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে শমী কায়সার
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। এ নিয়ে তিনবারের মত বিয়ে করলেন এই অভিনেত্রী । এবার বিয়ে করলেন স্বনামধন্য ব্যবসায়ী রেজা আমিনকে । বন্ধুত্বের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়। এবার বিয়ের মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা পেয়েছে।
এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে ।
নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে। সেই সম্পর্কও বেশিদিন টিকেনি। এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।
নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে।শমী-রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই। পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে।বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।
এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর৷ এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।
বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন শমী কায়সারের ঘনিষ্ট সুত্রে জানা যায়, বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সবার আগে আপডেট পেতে আরও জানুনঃ ফ্যাশন নিউজ – ভাইরাল নিউজ
Shomi Kaiser, Shomi Kaiser, Shomi Kaiser